বাংলা হান্ট ডেস্কঃ ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার (WBCUPA) মধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শনিবার বাম ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি ঐদিন বিশ্ববিদ্যালয় চত্বরে যাওয়া মাত্রই তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্লোগান দিতে শুরু করেন ছাত্ররা। তারপরেই এবার শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়াল নবান্ন।
ব্রাত্য বসুকে (Bratya Basu) জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল নবান্ন
যাদবপুরের ছাত্র বিক্ষোভ আন্দোলনের ঘটনায় একাধিক ছাত্র আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। একই সাথে অভিযোগ উঠছে বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত শিক্ষামন্ত্রীসহ (Bratya Basu) একাধিক অধ্যাপককে হেনস্তা করা হয়েছিল। অন্যদিকে ওয়েব কুপার তরফের সাংবাদিক বৈঠক থেকে দাবি করা হচ্ছে শিক্ষা মন্ত্রীর গাড়িতে পরিকল্পনা করেই হামলা করা হয়েছিল।
ব্রাত্য বসু ঐদিন ওয়েবকুপার সভার উদ্দেশে যাদবপুর যেতেই পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠতে শুরু করে। হুড়মুড়িয়ে সভাস্থলেই ঢুকে পড়েন বিক্ষোভরতরা। তারপর তিনি বেরোনোর সময় তাঁর গাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ শিক্ষা মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, এমনকি তাঁর গাড়িতে চোর লিখে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকা নিয়ে নয়া আপডেট
ছাত্রদের হামলায় শিক্ষামন্ত্রীও (Bratya Basu) আহত হয়েছেন বলে অভিযোগ। সোমবার সাংবাদিক বৈঠক থেকে ওয়েবকুপা দাবী করেছে এই সভায় যারা উপস্থিত ছিল তারা তৃণমূলের গুন্ডাবাহিনী বলে রটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আসলে অনুষ্ঠানটি ছিল অধ্যাপকদের নিয়ে। ঐদিন গোটা রাজ্য থেকেই অধ্যাপকরা এসেছিলেন বলে খবর।

ইতিমধ্যেই এই যাদবপুর কাণ্ডের জল গড়িয়েছে আদালতে। পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ তুলে দায়ের হয়েছে মামলা। ওই বিক্ষোভের মধ্যে শনিবার শিক্ষা মন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়েছিলেন এক ছাত্র। যদিও পুলিশ ওই আহত ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু করেছে। তার বিরুদ্ধে তিনটি জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। শনিবারের ঘটনায় মোট ৪৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এরই মধ্যে এবার নিরাপত্তা বাড়ানো হলো শিক্ষামন্ত্রীর।





Made in India