বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে জোট বাঁধলেও, নির্বাচনের ফলাফল নিয়ে কিছুটা সংশয়ে রয়েছে বাম শিবির। জোটের অন্যতম শরিক তথা ISF প্রধান আব্বাস সিদ্দিকীকে (Abbas Siddiqui) নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে বামেদের দল। প্রথম থেকেই আব্বাসকে নিয়ে বাংলার মানুষের মধ্যে যে উন্মাদনা এবং জমায়েত দেখা গিয়েছিল, তা কিছুটা ঈর্ষনীয় হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের কছে।
বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে এক বৈঠকে বসেছিল বাম শিবির। চলতি ভোট মরশুমের হয়ে যাওয়া এবং বাকি থাকা ভোট নিয়ে আলোচনা চলছিল। বামেদের দাবি, গত লোকসভা নির্বাচনে যে ধর্মীয় মেরুকরণ দেখা গিয়েছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে একটুও বদলায় নি। বরং প্রথমে বোঝা না গেলেও, নির্বাচন এগিয়ে আসতেই তৃণমূল এবং বিজেপির মধ্যেকার রাজনৈতিক লড়াইয়ের ধর্মীয় মেরুকরণ তত বেশি করে প্রমাণিত হয়েছে। লোকসভা ভোটের পর যেটা কমে গিয়েছিল বলে ধারণা করা হয়েছিল, তা কার্যত এই নির্বাচনে আরও বৃহৎ আকার ধারণ করেছে।

তাই বর্তমান সময়ে নির্বাচনের ফল নিয়ে আলোচনা করতে চাইছে না বামেদের দল। ফল বেরোলেই সব পরিষ্কার হবে বলে তাদের আশা। ভোটের ফলাফলের মতই আব্বাস প্রসঙ্গে মুখ খুলতে নারাজ বাম শিবির। জোটের মধ্যে কিছুটা দ্বন্ধ থাকলেও, আব্বাসকে নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা কিছুটা ঈর্ষার কারণও হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের কাছে। সেই কারণে আব্বাসকে নিয়ে কিছুটা সতর্কতাও অবলম্বন করছে বামপন্থী দল।
নির্বাচনের ষষ্ঠ দফা সম্পন্ন হয়েছে। এখনও বাকি আরও দুই দফা। বাম-কংগ্রেস-ISF একসঙ্গে জোট বাঁধলেও, বেশ কিছু জায়গায় একে অপরের বিরুদ্ধে প্রার্থীও দিয়েছে। আবার সভা মঞ্চে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নিয়ে কাঁটাছেড়াও করেছেন ভাইজান।
 
			 





 Made in India
 Made in India