বাংলা হান্ট ডেস্ক: এবার বড় বদল হতে চলেছে রাজ্যের আবহাওয়ায়। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত বেশ কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই তেমন।
হাওয়া অফিস জানাচ্ছে, এই সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে দেখা দিতে পারে বলে পূর্বাভাস। বাঁকুড়া জেলাতে তুমুল ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমান , পশ্চিম বর্ধমান , পুরুলিয়া , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া , হুগলি বিভিন্ন জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ‘অভিষেককে ভোটের আগে গ্রেফতার করা হবে’, গতকাল কে মেসেজ পাঠিয়েছেন মমতাকে? মুখ খুললেন মুখ্যমন্ত্রী
যদিও দুদিন থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমছে। কলকাতা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় হালকা বজ্র-বিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী কিছুদিন এরমই থাকবে আবহাওয়া। বজ্র-বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজ থেকে বাড়বে তাপমাত্রা। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। ফলে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী।

আরও পড়ুন: ‘মোদী-মালিয়া নয়, পদবী বন্দ্যোপাধ্যায়, মাথা তুলে লড়তে জানি’, বিরোধীদের সপাটে জবাব অভিষেকের
অন্যদিকে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায়। সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।





Made in India