বাংলা হান্ট ডেস্ক: প্রায় রোজই কম-বেশি বৃষ্টিতে ভিজছে বঙ্গ। গত সপ্তাহ থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পরিমান বেড়েছে। আজও সকাল থেকেই আকাশের কেমন মুখ ভার। রাজ্য জুড়ে তেজ বাড়াচ্ছে বর্ষণ। আবহাওয়ার (West Bengal Weather Office) পূর্বাভাস, আগামী ২-৩ দিনই বৃষ্টিতে নাজেহাল হবে দুই বঙ্গ। ইতিমধ্যে উত্তরের ৫ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।
ওদিকে রবিবার কলকাতায় (Kolkata) ভারী বৃষ্টি না হলেও, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসতে পারে তুমুল বৃষ্টি দোসর হবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া অফিস জানাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই জারি করা হয়েছে অ্যালার্ট।
দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। মুর্শিদাবাদ এবং নদিয়া আজ রাতের দিকে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: কেন নাড্ডার মিটিংইয়ে এলেন না শুভেন্দু, এবার প্রকাশ্যে এল ‘আসল’ কারণ
অন্যদিকে আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই উত্তরের একাধিক জেলায় দাপট দেখাচ্ছে বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর আজ থেকে উত্তরে আরও বাড়বে বৃষ্টির পরিমান।
আরও পড়ুন: কিছুক্ষনেই আবহাওয়ার তুমুল বদল! ঝড়-বৃষ্টির ডবল তাণ্ডব, ৫ জেলায় জারি হল অরেঞ্জ অ্যালার্ট

বর্ষণের পূর্বাভাস রয়েছে মালদহ সহ কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি। আজ প্রায় রাজ্যের সমস্ত জেলাতেই কম-বেশি ঝড়- বৃষ্টি সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ দিন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উত্তরের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।





Made in India