বাংলা হান্ট ডেস্ক: জমিয়ে শীতের আমেজ রাজ্যজুড়ে। উত্তর থেকে দক্ষিণের (South Bengal Weather) অধিকাংশ কুয়াশার চাদরে ঢাকা। এরই মাঝে অবশ্য এন্ট্রি নিয়েছে নিম্নচাপ। রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে রয়েছে সিস্টেমটি। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ুর দিকে যাবে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, এরাজ্যে এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না। তবে পরোক্ষ ভাবে প্রভাব পড়তে পারে বাংলায়।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে বাংলার আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। সোমবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তারপর থেকে তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবারের পর থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে।

আরও পড়ুন: এও সম্ভব? বিস্মিত খোদ বিচারপতি! জনস্বার্থ মামলায় রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। গাঙ্গেও পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২- ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা।

আরও পড়ুন: পিঠে-পুলি, পায়েস থেকে রসগোল্লা-চাটনি, মিড-ডে মিলে ১৫ ধরনের খাবার, মেনু দেখলে চমকে যাবেন
আপাতত রাজ্যের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। ২০ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টি হবে না। উত্তরের (North Bengal Weather) দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় কুয়াশার সতর্কতা জারি। দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নামতে পারে কোথাও কোথাও।





Made in India