বাংলা হান্ট ডেস্ক: কিছুটা দেরি হলেও এবারে ঠান্ডা পড়া শুরু হয়েছে। পূর্বাভাস মতোই নভেম্বরের মাঝ পথে এসে অবশেষে শীত পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ভোর ও রাতের দিকে শিরশিরানি বাড়ছে। তবে জাঁকিয়ে শীত কবে পড়বে? এই নিয়েই এবার বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর (Weather Department)।
আবহাওয়া দফতর সূত্র জানা খবর, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি বাড়বে কুয়াশার দাপট। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এই সব জেলাগুলিতে কুয়াশার আধিক্য লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী সাত দিনে নামবে তাপমাত্রা।
হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোথাও। কলকাতাতেও বৃষ্টি হবে না। সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও একই রকম তাপমাত্রা থাকার পূর্বাভাস।
রাজ্যের সর্বত্রই শীত পড়তে শুরু করেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে ভালোই শীত পড়তে শুরু করেছে। উল্লেখ্য, পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১৬ ডিগ্রির সেলসিয়াসের ঘরে নেমেছে। ধীরে ধীরে এবার আরও পারদ পতন হবে। তবে জাঁকিয়ে ঠাণ্ডা কবে থেকে পড়বে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি আবহাওয়া দফতর।

আরও পড়ুন: কত বেতন পান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? হাইকোর্টের চিফ জাস্টিসের বেতন জানেন?
ওদিকে উত্তরবঙ্গেও এবারে তাপমাত্রার দ্রুত পতন হচ্ছে। অধিকাংশ জেলাতে কুয়াশার দাপট দেখা যাচ্ছে। আপাতত বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙের কয়েকটি জায়গায়। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া।





Made in India