বাংলা হান্ট ডেস্ক: ভরা ডিসেম্বরে ঠান্ডার দাপট উধাও। গত কয়েকদিনে অনেকটাই বেড়েছে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ কমেছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কোন কোন জেলা ভিজবে? কবে ফিরবে শীতের দাপট? রইল সম্পূর্ণ পূর্বভাস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায়। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রির আশপাশে।
হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অবস্থান করছে। যা আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি বৃদ্ধি করবে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে হওয়ায় এ রাজ্যে সরাসরি কোনো প্রভাব পড়বে না। তবে পরোক্ষ প্রভাবে বৃষ্টি হবে।

ওদিকে নিম্নচাপের সাথেই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। শীতের আমেজ মাটি হচ্ছে। এদিকে আপাতত তাপমাত্রা কিছুটা বাড়ারই সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ফাঁড়া কাটলে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তবে বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার কোনো খবর শোনাতে পারেনি হাওয়া অফিস।

আরও পড়ুন: রাত পোহালেই বৃষ্টি শুরু! শনিতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর
আজ কুয়াশার হলুদ সতর্কতা রয়েছে কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। ওদিকে উত্তরেও চলতি সপ্তাহে কিছুটা বেড়েছে তাপমাত্রা। আজ উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।





Made in India