বাংলা হান্ট ডিসেম্বরের শেষেও তেমন ঠান্ডার আমেজ নেই দক্ষিণবঙ্গে। উল্টে ক্ষণে ক্ষণে আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন ঘটবে না। তারপর থেকে পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এরপর ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। সবমিলিয়ে রোলার কোস্টার রাইড। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
শীতের আমেজে জল ঢালতে চলতি সপ্তাহের শেষে ফের হাজির হতে পারে বৃষ্টি। শনিবার ও রবিবার ভিজতে পারে একাধিক জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা (Kolkata), হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমি ঝঞ্ঝা পরোক্ষ প্রভাবে এ রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে। এদিকে কম-বেশি কুয়াশা থাকবে গোটা রাজ্যেই। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং মুর্শিদাবাদে অধিক কুয়াশার দাপট থাকতে পারে।

এক নজরে উত্তর: উত্তরবঙ্গের আপতত শুকনো আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় শুক্রবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে। ২৮ এবং ২৯ তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একজোটে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।





Made in India