বাংলা হান্ট ডেস্ক: ঘূর্ণিঝড়ের দানার চলে গেলেও আপাতত বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তবে আপাতত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টির সম্ভাবনা। কালীপুজোতে হালকা বৃষ্টিই হবে দক্ষিণবঙ্গে। সাইক্লোন ‘দানা’র জেরে যে মেঘপুঞ্জ অবশিষ্ট রয়েছে, তার জেরে বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আবহাওয়া অফিস জানিয়েছে, কালী পুজোর আগেই বঙ্গে শীতের হালকা আমেজ থাকবে। দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার বিরাজ করবে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে বৃষ্টির সম্ভাবনাও। তবে চলতি সপ্তাহেও বেশ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায়।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয়ভাবেও কোথাও কোথাও দু’এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের গুটি কয়েক জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আপাতত কোথাও আর ভারী বৃষ্টি হবে না।
আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কলকাতাতেও। মঙ্গলে পরিষ্কার থাকবে আকাশ। তবে আগামীকাল বুধবার বজ্রবিদ্যুৎ-সহ পশলা বৃষ্টিপাত হতে পারে শহরে। তাপমাত্রা কমারও সম্ভাবনা রয়েছে। আগামী ৩১ অক্টোবর রয়েছে কালীপুজো এবং দীপাবলি। তার আগে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হলেও তা দীর্ঘক্ষণ হবে না। স্বল্প সময়ের জন্যই হবে।

এক নজরে উত্তর: আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। দু’এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তারপর থেকে বৃষ্টি কমবে। আবহাওয়া শুষ্ক থাকবে। ৩১ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টি আর হবে না। পার্বত্য এলাকায় দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা আজ।





Made in India