বাংলা হান্ট ডেস্ক: চলছে ডিসেম্বর। শুরু শুরু শীতের প্রথম ইনিংস। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই দিনভর শীতের আমেজ। যদিও জাঁকিয়ে ঠান্ডা এখনও পড়েনি। এদিকে এরই মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোন কোন জেলা ভিজবে? তাপমাত্রা কি আরও কমবে? রইল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো থাকবে আবহাওয়া। তবে সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
নভেম্বরে শীতের আমেজ সেভাবে ফিল না হলেও ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পতন হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ থেকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার জেরে ২ থেকে ৪ ডিগ্রি পারদ-পতনের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছুটা তাপমাত্রা নামার সম্ভাবনা।
এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, নতুন সপ্তাহের শুরুতে ফের বাধা পাবে শীত। শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম উত্তর ২৪ পরগনা, নদিয়া এই সব জেলায় অধিক কুয়াশা লক্ষ্য করা যাবে। আপাতত কম-বেশি কুয়াশার দাপট দেখা যাবে রাজ্যের প্রায় সব জেলাতেই।

আরও পড়ুন:‘খুব কষ্ট, হয় আমাকে মরে যেতে হবে নয়তো…’ অশান্তির বাংলাদেশে কেমন আছেন ‘বেদের মেয়ে জোসনা’ অঞ্জু?
উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ তাপমাত্রা নেমেছে। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে (North Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা। আজ দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি মঙ্গলবার পর্যন্ত উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টি হতে পারে।





Made in India