বাংলা হান্ট ডেস্কঃ প্রবল দাবদাহকে দূরে সরিয়ে রেখে কয়েকদিন ধরেই বাংলার একাধিক প্রান্ত বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে আর আজ ফের একবার ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আর এক থেকে দুই ঘণ্টার মধ্যেই প্রবল গতিতে বৃষ্টি নামতে চলেছে পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এই সকল স্থানে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। এছাড়াও কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এরপর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা। কোনো কোনো স্থানে তা 40 ডিগ্রির ওপরেই বিরাজ করবে। তবে আজ কলকাতা সহ আরো চার জেলায় ঝড়- বৃষ্টির সম্ভাবনা জারি করেছে তারা। এক্ষেত্রে 30 থেকে 40 কিমি বেগে ঝড়ের সাক্ষী থাকবে বঙ্গবাসী।
গত দুদিন ধরে কলকাতায় পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় গরমের পরিমান বৃদ্ধি পেয়েছে। আজকেও সকাল থেকে আদ্রতা ছিলো যথেষ্ট বেশি। তবে বিকেলের পর সেই অস্বস্তি কাটবে বলেই মত আবহাওয়া দফতরের। আগামীকাল থেকে অবশ্য গরমের পরিমান বাড়তে পারে। তবে আশার কথা হলো এই যে, এ বছর সময়ের আগেই বাংলায় এসে হাজির হবে মৌসুমী বায়ু।
সূত্রের খবর, এই সপ্তাহের শেষ দিক থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এক্ষেত্রে দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ির মত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে চলেছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে ক্রমশ সেই পরিমান কমবে বলে জানা গিয়েছে।





Made in India