বাংলা হান্ট ডেস্ক: গত সপ্তাহ থেকে বৃষ্টির পরিমান বৃদ্ধি পেয়েছে কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। আলিপুর আবহাওয়া অফিসের (Alipore weather department) পূর্বাভাস, ২৪ জুলাই সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় এই নিম্নচাপ হওয়ার সম্ভবনা। মৌসুমী অক্ষরেখা জয়সলমীর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
আগামী দুদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
আজও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিও হতে পারে। তবে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

তবে গোটা সপ্তাহে দক্ষিণের পুরুলিয়া জেলাতে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে আগামী দু-তিন দিন বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী কয়েক ঘণ্টায় দার্জিলিং ও দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।





Made in India