গত বৃহস্পতিবার কলকাতায় হয়ে গেল 2020 আইপিএলের নিলাম। এই নিলামে আইপিএলের প্রত্যেকটি দলই নিজেদের দলকে গুছিয়ে নিয়েছে সকলেই নিলাম থেকে ভালো ভালো ক্রিকেটারকে নিজেদের দলে নিয়ে শক্তিশালী দল করে ফেলেছে নিজেদের দলকে। তবে এবার আইপিএলে সবথেকে বেশি নজর ছিল কলকাতা নাইট রাইডার্স এর উপর আর সেই আশা অনুযায়ী বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ক্রিকেটার কিনে সকলকে অবাকও করলেন কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।
এবার নিলামে আইপিএল ইতিহাসের সবথেকে দামি বিদেশি খেলোয়াড় প্যাট কমিন্সকে 15 কোটি 50 লক্ষ টাকা দিয়ে নিজেদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই সাথে এবার শারুক খানের দল কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গানকে 5 কোটি 25 লক্ষ টাকা দিয়ে।

IPL TRADE WINDOW ব্যবহার করে আগেই কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছিল দলের 11 জন ক্রিকেটার কে। তারা হলেন:- ক্রিস লিন, রবিন উথাপ্পা, পীযূষ চাওলা, কেসি কারিয়াপ্পা, কার্লোস ব্রেথওয়াট, নিখিল নায়েক, পৃথ্বী রাজ এনরিক নোর্তজ, শ্রীকান্ত মুন্ধে, মেট কেলি, জো ডেনলি।

আর এবার আইপিএল নিলামে নয় জন ক্রিকেটারকে নিয়ে মোট 23 জনের দল তৈরি করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। এক নজরে দেখে নেওয়া যাক এবারে কলকাতা নাইট রাইডার্স এর পুরো দল:-
দীনেশ কার্তিক(অধিনায়ক), নিতিশ রানা, শুভমান গিল, কামলেশ নাগারকোটি, শিভম মাভি, আন্দ্রে রাসেল, কুলদীপ যাদব, সুনীল নারায়ন, প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যান, প্রসিদ্ব কৃষ্ণা, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সিদ্ধেশ লাড, হ্যারি গারনে, লকি ফার্গুসন, সন্দীপ ওয়ারিয়ার, রাহুল ত্রিপাঠি, টম বেন্টন, ক্রিস গ্রীন, নিখিল নায়ের, প্রবীণ তাম্বে, এম সিদ্ধাথ।





Made in India