বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি হিসেবে বিবেচিত হচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি ব্যাট হাতে মাঠে নামলেই নতুন নতুন রেকর্ডের অপেক্ষায় থাকেন ক্রিকেট অনুরাগীরা। কিন্তু, গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটারের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। এদিকে, তাঁর এহেন ফর্ম টিম ইন্ডিয়ার জন্য নিশ্চিতভাবে টেনশনের বিষয়। ভারতকে আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে। এমতাবস্থায়, এই সিরিজে ভারতের ভালো পারফরম্যান্সের ক্ষেত্রে বিরাটের ফর্মে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।
কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে বড় প্রতিক্রিয়া সৌরভের:
জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত বিরাটের (Virat Kohli) পারফরম্যান্স নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আশা করা হচ্ছে যে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে বিরাট টেস্ট ক্রিকেটে তাঁর হারানো ফর্ম ফিরে পাবেন। এর আগে তিন দিনের ইন্ট্রা স্কোয়াড ম্যাচে, বিরাট প্রথম দিনে দু’বার ব্যাট করতে নেমেছিলেন। এমতাবস্থায়, তিনিও এই সিরিজে রান করার জন্য মরিয়া হয়ে উঠেছেন।

বিরাটের ফর্মের প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া দিলেন সৌরভ: ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন যে বিরাট (Virat Kohli) এই টেস্ট সিরিজে রান করতে না পারলে তিনি খুব অবাক হবেন। RevSports-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভকে যখন বিরাট কোহলির ফর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন, “বিরাট একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, তাঁর ODI পরিসংখ্যান ভালো। বিরাটের ২০১৪ সালের সিরিজ দুর্ধর্ষ ছিল। অস্ট্রেলিয়ায় তাঁর শক্তিশালী রেকর্ড রয়েছে।”
আরও পড়ুন: শুরু হয়ে গেল কুৎসা রটানো! চ্যাম্পিয়ন্স ট্রফি অন্যত্র সরাতে ঘুষ দিচ্ছে BCCI, অভিযোগ পাকিস্তানের
তিনি আরও জানান, “অস্ট্রেলিয়ায় প্রায় ৬ টি টেস্ট সেঞ্চুরি রয়েছে বিরাটের (Virat Kohli)। আমাদের মানতে হবে যে তিনি সময়ের সাথে সাথে ছোট হচ্ছেন না। ২৮-২৯, ৩০-৩১ বছর বয়সের খেলাটি ভিন্ন এবং ৩৬-৩৭ বছর বয়সে এটা আলাদা হবে। তবে, বিরাট এই সিরিজের জন্য প্রস্তুত থাকবেন। বিরাট জানেন তিনি সেখানে সফল হয়েছেন। তাঁর খেলা এখনও দুর্দান্ত এবং এতে কোনও সন্দেহ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি ভালো পিচে খেলবেন।”
আরও পড়ুন: নাগালের বাইরে যাচ্ছে মুদ্রাস্ফীতি! এবার RBI নেবে চরম পদক্ষেপ? সামনে এল বিরাট আপডেট
সৌরভ বলেন, “সেখানকার উইকেট হবে দ্রুত। তাতে গতি থাকবে, বাউন্স থাকবে। কুকাবুরা বলের সঙ্গে সিম মুভমেন্ট থাকবে। সুতরাং এটি বিরাটের জন্য একটি ভালো সিরিজ হবে এবং এই সিরিজটি তাঁর জন্য ভালো না হলে আমি খুব অবাক হব। পাঁচটি টেস্ট ম্যাচ মানে অনেক। আমার মনে হয় সিরিজটা বিরাটের (Virat Kohli) জন্য ইতিবাচক হবে।”





Made in India