বাংলাহান্ট ডেস্ক : আইটেম সং মানেই মালাইকা আরোরা (Malaika Arora) । একটা সময় এমনই ট্রেন্ড ছিল বলিউডে (Bollywood)। তবে বর্তমানে সময় বদলেছে। এখন তিনি ভারতের বুকে সর্বাধিক দামি বিচারক। এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। তবে খুব শীঘ্রই নাকি অর্জুন কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন জনপ্রিয় এই অভিনেত্রী।
আরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরেই মালাইকা অরোরার নাম জড়িয়েছে অর্জুন কাপুরের সঙ্গে। নিজেদের প্রেম নিয়ে কখনই রাখঢাক রাখতে দেখা যায়নি, অর্জুন কিংবা মালাইকাকে। আপাতত লিভইন সম্পর্কে রয়েছেন তারা। তবে মাত্র কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তারা এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত।

বরাবরই প্রেমিকা মালাইকাকে আকলে রাখতে পছন্দ করেন অর্জুন কাপুর। তবে সম্প্রতি এক অন্যরকম ভিডিও প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়ায়। অর্জুন কাপুরের অনুপস্থিতিতেই অভিনেত্রীর সঙ্গে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসলেন প্রযোজক। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো রেগে আগুন অভিনেত্রীর ভক্তরা।

কেউ লিখলেন, ‘যদি অর্জুন থাকতেন তাহলে রীতেশের কি হত’? একজন আবার লিখলেন, ‘ভুল করে হলেও মালাইকাকে ছুঁয়ে নেওয়ার সুযোগটা হাতছাড়া করলেন না রীতেশ’। যদিও বরাবরের মতোই নেটিজেনদের মন্তব্য এড়িয়ে গেছেন অভিনেত্রী।
View this post on Instagram
আসলে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী মালাইকা, প্রযোজক রীতেশ সিধওয়ানি ও তাঁর স্ত্রী ডলি। সেই অনুষ্ঠান থেকে বেরিয়েই ফোনে ব্যস্ত হয়ে যান প্রযোজক। আর সে কারণেই অন্যমনস্ক হয়ে পড়েন তিনি। স্ত্রীর হাত ধরতে গিয়ে ভুল করে তিনি ধরে ফেলেন অভিনেত্রীর হাত। এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে পিছু পা হননি পাপ্পারজিতরা। ভিডিও প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল।

এদিন ক্যামেরার সামনে নিজের হাসি চেপে রাখার চেষ্টা করেছিলেন অভিনেত্রী তবে গাড়িতে ওঠা মাত্রই হেসে লুটোপাটি খান রীতেশ, ডলি এবং মালাইকা। যদিও সেই ঘটনা চোখ এড়িয়ে গেল না সাংবাদিকদের।





Made in India