বাংলা হান্ট ডেস্ক: ২০১৮ সাল থেকে করুণ নায়ার (Karun Nair) টিম ইন্ডিয়াতে জায়গা পাননি। এরপর তিনি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করলেও ভারতীয় দলে জায়গা পাননি। কিন্তু, এর পরেও, নায়ার সাহস হারাননি। বরং, ঘরোয়া ক্রিকেটে তিনি কঠোর পরিশ্রম করে গেছেন। এখন তিনি সেই কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন। দীর্ঘ ৭ বছর পর, করুণ আবার দলের অংশ হয়েছেন।
কী জানিয়েছেন করুণ নায়ার (Karun Nair):
এমতাবস্থায়, ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের আগে, করুণ নায়ার (Karun Nair) তার খারাপ দিনগুলির কথা স্মরণ করে একটি বড় তথ্য সামনে এনেছেন। তিনি একজন প্রাক্তন খেলোয়াড়ের পরামর্শকে “ইগনোর” করেছিলেন। যার কারণে করুণ নায়ার আজ অত্যন্ত খুশি।
The comeback is real, and so is the hunger!
After a stellar county run #KarunNair isn’t just knocking, he’s kicking the Test doors wide open! #ENGvIND | 1st Test starts FRI, JUN 20, 2:30 PM Streaming on JioHotstar pic.twitter.com/j9JnvFwEtF
— Star Sports (@StarSportsIndia) June 16, 2025
অবসর নেওয়ার পরামর্শ দেওয়া হয়: ভারতীয় দলে ফিরে আসা করুণ নায়ারকে (Karun Nair) একবার একজন তারকা খেলোয়াড় অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। যাতে তিনি লিগ ক্রিকেট খেলে অর্থ উপার্জন করতে পারেন। নায়ার তখন সেই পরামর্শ মেনে নেননি। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ার বলেন, “আমার এখনও মনে আছে একজন শীর্ষস্থানীয় ভারতীয় ক্রিকেটার আমাকে ফোন করে বলেছিলেন যে, তোমার অবসর নেওয়া উচিত। কারণ এই লিগগুলিতে অর্জিত অর্থ তোমাকে সুরক্ষিত রাখবে।” নায়ার জানান, “এটা করা সহজ হতো। কিন্তু আমি জানতাম যে টাকা থাকা সত্বেও এত সহজে অবসর নেওয়ার জন্য আমি নিজেকে অভিশাপ দিতাম।”
আরও পড়ুন: সামরিক উত্তেজনার পর প্রথমবার ভারত-পাকিস্তান ম্যাচ, কোন দেশে হবে খেলা? সূচি ঘোষণা করল ICC
দুর্দান্ত প্রত্যাবর্তন নায়ারের: ওই একই সাক্ষাৎকারে করুণ নায়ার (Karun Nair) বলেন, “আমি ভারতের হয়ে খেলা ছাড়তে চাইনি। এটা মাত্র ২ বছর আগের কথা এবং এখন আমরা কোথায় আছি তা দেখুন। এটা হয়তো পাগলামি, কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম যে আমি যথেষ্ট ভালো।”
আরও পড়ুন: “ভারত-পাকিস্তানের মতো ইরান-ইজরায়েলের যুদ্ধও বন্ধ করব”, ফের বড় দাবি ট্রাম্পের
টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার পর করুণ নায়ার (Karun Nair) কাউন্টি ক্রিকেট খেলেন। যেখানে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এছাড়াও, নায়ার রঞ্জি ট্রফি থেকে শুরু করে বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। এমতাবস্থায়, তিনি এবার ইংল্যান্ডের বিরুদ্ধে দাপট প্রদর্শনের জন্যও সম্পূর্ণ প্রস্তুত।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: