বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) সরকারি পরিষেবার বিষয়ে বিভিন্ন ক্ষেত্র থেকেই প্রায়শই একাধিক অভিযোগ সামনে আসে। যেখানে মূলত সঠিক পরিষেবা না পাওয়ার বিষয়েই অভিযোগ তোলেন সাধারণ মানুষেরা। এমতাবস্থায়, সেই পরিষেবা খতিয়ে দেখতে আচমকাই পরিদর্শনে উপস্থিত হন উচ্চপদস্থ আধিকারিকরা। সেই রেশ বজায় রেখেই এবার এমন একটি বিষয় সামনে এসেছে যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ফিরোজাবাদ জেলার দিদামাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজন মহিলা ঘোমটা মাথায় দিয়ে পৌঁছে সেখানকার সমস্ত বিষয় খতিয়ে দেখতে শুরু করেন। আর তারপরেই যখনই তাঁর আসল পরিচয় সামনে আসে তখন রীতিমতো শোরগোল পড়ে যায় সর্বত্র।

মূলত, নিজেকে লুকিয়ে এবং পরিচয় গোপন রেখে SDM কৃতি রাজ আচমকাই ওই হাসপাতালে পৌঁছে যান। মূলত, পূর্বের কিছু অভিযোগের ভিত্তিতে এবং পরিষেবা সঠিক না প্রদানের বিষয়টি সামনে আসার পরে তিনি গোপনে ওই হাসপাতাল পরিদর্শন করার সিদ্ধান্ত নেন। আর সেখানে পৌঁছেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর।
আরও পড়ুন: এখন কথা বলেই ঝটপট বুক করুন ট্রেনের টিকিট! দুর্দান্ত পরিষেবা শুরু IRCTC-র, মিলবে একগুচ্ছ সুবিধা
জানা গিয়েছে যে, কুকুরের কামড়ের ফলে বিপুলসংখ্যক মানুষ ওই হাসপাতালে ইনজেকশন নেওয়ার জন্য এলেও চিকিৎসকদের কাছ থেকে সঠিক পরিষেবা মিলছিল না। এমনকি, চিকিৎসকেরা সঠিকভাবে উপস্থিতও ছিলেন না। আর এই বিষয়টির পরিপ্রেক্ষিতেই দুর্ভোগের শিকার হতে হয় রোগীদের। এমতাবস্থায় অভিযোগ জমা হতে থাকে SDM-এর কাছে। আর তারপরেই SDM নিজে ওই হাসপাতাল পরিদর্শনের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: Agni-V মিসাইলের আওতায় গোটা চীন! ভারতীয় দূতাবাসের ট্যুইটে ঘুম উড়ল বেজিংয়ের
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি ওই পরিদর্শনের সময়ে বুঝতে পেরেছিলেন যে চিকিৎসকরা রোগীদের সাথে রীতিমতো দুর্ব্যবহার করছিলেন। এর পাশাপাশি ওই হাসপাতালে প্রায় ৫০ শতাংশ মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গিয়েছে। এমতাবস্থায় সমগ্র বিষয়টি পরিলক্ষিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন SDM।





Made in India