বাংলা হান্ট ডেস্কঃ মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর একথা সবাই জানেন ঠিকই! কিন্তু মানেন কজন? এবার এক মামলার রায়ে মদ্যপানের অভ্যাস নিয়ে এক চাঞ্চল্যকর রায় দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তির মদ্যপানের অভ্যাস থাকে এবং তা গোপন করা হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে স্বাস্থ্যবিমা সংক্রান্ত ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়তে হবে। এমনকি ওই সংক্রান্ত অসুখে হাসপাতালে ভর্তি হলেও বাতিল হতে পারে ওই ব্যক্তির স্বাস্থ্যবিমা।
বাতিল হবে স্বাস্থ্যবিমা? কি বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)?
সম্প্রতি এক মামলার রায়ে এমই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এমনকি এই বিষয়ে জাতীয় উপভোক্তা কমিশনের রায়ও খারিজ করে দেওয়া হয়েছে। আসলে এক ব্যক্তি জানা গিয়েছে, ২০১৩ সালে এক ব্যক্তি বিমা সংস্থার থেকে স্বাস্থ্যবিমা কিনেছিলেন। প্রায় এক বছর সেই কিস্তি শোধ করার পর পেটের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
চিকিৎসা চললেও প্রাণে বাঁচামন যায়নি তাঁকে। এরপর এই ঘটনায় বিমা সংস্থার কাছে টাকা ফেরত চাইতে গিয়ে বিপাকে পড়েন ওই ব্যক্তির স্ত্রী। এক্ষেত্রে তাঁদের যুক্তি ছিল মদ্যপান জনিত সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। কিন্তু বিমা করার সময় সেকথা বেমালুম চেপে গিয়েছিলেন তিনি। তাই টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দেয় ওই সংস্থা।
আরও পড়ুন: দিলীপকে সমর্থন হুমায়ুন কবীরের! শুনেই BJP নেতা বললেন, কে…
মৃত ব্যক্তির স্ত্রী এরপর প্রথমে উপভোক্তা বিষয়ক দপ্তর ও পরে জাতীয় উপভোক্তা কমিশনে মামলা দায়ের করেন। এরপর প্রথমে সেই মামলার রায় যায় বিমা সংস্থার বিরুদ্ধে। জাতীয় উপভোক্তা কমিশন মহিলাকে ৫ লক্ষ ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ দিতে বলে বিমা সংস্থাকে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিমা সংস্থা।

আদালতের তরফে এবার সেই মামলাতেই জানানো হল, স্বাস্থ্যবিমা নেওয়ার সময় মদ্যপানের কথা গোপন করলে, সেই সংক্রান্ত অসুখের চিকিৎসায় বিমা বাবদ টাকার আবেদন খারিজ করে দিতে পারে সংস্থা। জানা যাচ্ছে এই মামলার সমস্ত নথিপথ খতিয়ে দেখার পর শীর্ষ আদালতের (Supreme Court) বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, ওই রোগীর মদ্যপানের অভ্যাস থাকলেও বিমা কেনার সময় ফর্মে মদ্যপান, ধূমপান ও মাদক সেবন সংক্রান্ত অংশে গ্রাহক জানান তাঁর এমন অভ্যাস নেই। এছাড়া আদালত জানায়, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে যকৃতের অসুখ। দিনের পর দিন মধ্যপান করার ফলে এই রোগ হহয়েছিল তাঁর।





Made in India