বাংলাহান্ট ডেস্ক: আপনি যদি সিনেমা প্রেমী হন তাহলে আদা শর্মাকে (Adah Sharma) না চেনার কথা নয়। এখন ‘দ্য কেরালা স্টোরি’র দৌলতে তিনি জনপ্রিয়তার চূড়ায় উঠলেও বলিউড ইন্ডাস্ট্রির বহুদিনের সদস্য তিনি। শুধু হিন্দি নয়, অন্যান্য ভাষার ছবিতেও কাজ করেছেন আদা। ২০০৮ সালে ‘১৯২০’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। প্রথম ছবিতেই ভূতের ভূমিকায় অভিনয় করে চমকে দিয়েছিলেন আদা।
এমনিতে হিন্দি ভাষায় হরর ছবি তেমন দর্শক টানতে পারে না। কিন্তু ১৯২০ ছবিটি বলিউডের এ যাবৎ সবথেকে ভয়ের ছবিগুলোর মধ্যে অন্যতম বলে গণ্য করা হয়। প্রথম ছবিতেই এত ভাল অভিনয় করেছিলেন তিনি যে দর্শকদের মনে পাকাপাকি ভাবে ছাপ ফেলে দিয়েছিলেন।

কেরিয়ারের শুরুতেও একই রকমই আত্মবিশ্বাসী ছিলেন আদা। সেবার এক সাক্ষাৎকারে ছবির ব্যাপারে বলতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন, ছবিটা এতটাই ভয়ের যে মানুষ মারা পড়তে পারে। সেই সঙ্গে দর্শকদের উদ্দেশে তাঁর পরামর্শ ছিল, ডায়াপার পরে সিনেমা দেখতে যেতে। যদিও সেটা মজা করে বলেছিলেন তিনি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থাকলেও দ্য কেরালা স্টোরির মতো জনপ্রিয়তা কোনো ছবিতেই পাননি আদা। এর আগে ‘হাসি তো ফাসি’, ‘কমান্ডো ৩’ এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। নিজের মতো করে দর্শকদের নজর কেড়েছেন আদা।
দ্য কেরালা স্টোরিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। ট্রেলারে প্রথমে তাঁকে কেরল বাসী এক হিন্দু মেয়ের চরিত্রে দেখানো হয়। কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা করে ধীরে ধীরে ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ করা হয় তাঁকে। শেষে তাঁর জায়গা হয় ISIS-এ। ইতিমধ্যেই ৫০ কোটি ছাপিয়ে গিয়েছে ছবির ব্যবসা। দর্শকদের উদ্দেশে কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন আদা।





Made in India