বাংলা হান্ট ডেস্কঃ বাংলা বিনোদন জগতে হাতেগোনা কয়েকজন তারকা রয়েছেন যারা বড়পর্দা এবং ছোটপর্দা, দুইয়েই অগাধ সাফল্য পেয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। ‘বিয়ের ফুল’, ‘শ্বেত পাথরের থালা’, ‘পারমিতার একদিন’, ‘কুলের আচার’ সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবির পাশাপাশি কখনও ‘গোয়েন্দা গিন্নি’, কখনও আবার ‘শ্রীময়ী’ রূপে দেখা গিয়েছে তাঁকে।
ইন্দ্রাণী হালদারের (Indrani Haldar) এই বদ অভ্যাসের কথা জানতেন?
পর্দায় বহুবার ‘পারফেক্ট’ স্ত্রী অথবা মায়ের চরিত্রে ইন্দ্রাণীকে দেখেছেন দর্শকরা। তা দেখে অনেকেই ভাবেন, বাস্তবেও হয়তো অভিনেত্রীর কোনও বদ অভ্যাস (Bad Habits) অথবা খারাপ গুণ নেই। তবে এমনটা কিন্তু নয়। আর পাঁচজন সাধারণ মানুষের মতো তাঁরও কিছু বদ অভ্যাস রয়েছে। একবার নিজে মুখেই সেকথা স্বীকার করে নিয়েছিলেন তিনি।
এমনিতে ইন্দ্রাণী ভীষণ মিশুকে স্বভাবের মানুষ। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও রাখঢাক করতে দেখা যায় না তাঁকে। ঠোঁটের কোণায় সবসময় লেগে থাকে হাসি, প্রাণ খুলে বাঁচতে ভালোবাসেন অভিনেত্রী। একবার তিনিই জানিয়েছিলেন নিজের বদ অভ্যাসের কথা। পাশাপাশি এও বলেছিলেন, তিনি নিজেও এগুলি নিয়ে একপ্রকার বিরক্ত হয়ে গিয়েছেন!
আরও পড়ুনঃ TRP-র দেখা নেই! অন্তিম পর্বের শ্যুটিং হয়ে গেল জলসার এই ধারাবাহিকের, চোখে জল দর্শকদের!
ইন্দ্রাণীর কথায়, তিনি মোবাইলে গেম খেলতে ভীষণ ভালোবাসেন। বাচ্চাদের যেমন মোবাইল গেমের প্রতি একটা আসক্তি থাকে, অভিনেত্রীর ক্ষেত্রেও নাকি তাই। শটের ফাঁকেও নাকি তাঁর ফোন চলতে থাকে বলে জানান তিনি। ‘শ্রীময়ী’ (Sreemoyee) নায়িকার স্বীকারোক্তি, ‘এটা কিন্তু বিশাল বড় বদ অভ্যাস’।

সেই সঙ্গেই বারবার প্রেমে পড়তেও নাকি ভালোলাগে ইন্দ্রাণীর (Indrani Haldar)। একজন নয়, একাধিকবার একাধিক মানুষের প্রেমে পড়েছেন তিনি। অভিনেত্রীর স্বামীও নাকি এই বিষয়ে জানেন। বেশ কয়েক বছর আগে জি বাংলার জনপ্রিয় শো ‘অপুর সংসার’এ এসে একথা বলেছিলেন ইন্দ্রাণী। একইসঙ্গে বলেছিলেন তাঁর মাঝেমধ্যে রেগে যাওয়ার কথা। ইন্ডাস্ট্রির অনেকেই নাকি এই বিষয়ে ওয়াকিবহাল। বিশেষত অভিনেত্রীর মেক আপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্টরা নাকি খুব ভালো করে তাঁর এই অভ্যাসের কথা জানেন।





Made in India