বাংলাহান্ট ডেস্ক : বাসের খোঁজখবর জানা এবার হয় গেল আরো সহজ। যাত্রী সাথী অ্যাপের নতুন ‘হোয়্যার ইজ মাই বাস’ পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের (Kolkata) পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বাস কোথায় আছে, ভাড়া কত সবটাই এই অ্যাপের মাধ্যমে জানা যাবে বলে খবর।
বাসের খোঁজখবর জানতে কলকাতায় (Kolkata) চালু নতুন অ্যাপ
সাংবাদিক বৈঠকে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ২০২৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘যাত্রী সাথী’ অ্যাপের উদ্বোধন করেছিলেন। এই দুই বছরে অ্যাপটি খুবই জনপ্রিয় হয়েছে। এতে যেমন যাত্রীদের যাতায়াতের সময়, খরচ বাঁচছে, তেমনি আবার অ্যাপের (Kolkata) সঙ্গে যুক্ত গাড়ির মালিকদেরও আয় বেড়েছে। আগামীতে বাস সহ অন্যান্য পরিবহন মাধ্যমগুলিকেও এই অ্যাপে যুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী।

কী কী তথ্য জানা যাবে অ্যাপে: মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে বাসগুলিকে ট্র্যাক করা যাবে। তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম। সেখানে কোন বাসের স্পিড কত, দুর্ঘটনা এড়াতে ওভারস্পিড বন্ধ করার দিকে নজর দেওয়া হবে। সঙ্গে তিনি এও জানিয়েছেন, সতর্ক করার পরেও বাস চালকদের সংশোধন না করা গেলে অভিযুক্তদের ড্রাইভিং লাইসেন্স ক্যানসেল করা হবে।
আরো পড়ুন : ‘রবিবারের রাতটাই শেষ…’, সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
রাস্তায় নামবে আরো বাস: শহরে (Kolkata) প্রতিটি বাসস্টপেই এলইডি বোর্ড লাগানো হবে বলে খবর। সেখানে স্ক্রল করে জানা যাবে কোন বাস কখন আসবে। শহরে পর্যাপ্ত বাসের অভাব নিয়েও মুখ খোলেন পরিবহন মন্ত্রী। তিনি বলেন, অনেক বাস তৈরি রয়েছে। কিন্তু পর্যাপ্ত চালকের অভাবে রাস্তার নামানো যাচ্ছে না।
আরও পড়ুন : ভারত-পাক উত্তেজনার মাঝেই সতর্কতা বাংলায়, ৩ মাসের জন্য জেলাগুলিকে কড়া নির্দেশ নবান্নের
তিনি আরো বলেন, ৯০০ র-ও বেশি চালকের অনুমোদন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে ২০০-৩০০ টি খুব শীঘ্রই রাস্তায় নামানোর প্রক্রিয়া চলছে বলে জানান স্নেহাশিস চক্রবর্তী। কোন রুটে কোন বাস চলবে তা নিয়েও তালিকা তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।





Made in India