বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার ডিভা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) নিয়ে যতটা আলোচনা হয়, ততটাই চর্চায় উঠে আসেন তাঁর প্রেমিক এবং পরবর্তীকালে প্রাক্তন স্বামীর। তিন তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন শ্রাবন্তী। আবার ভেঙেও গিয়েছে সেসব বিয়ে। তাঁর তৃতীয় স্বামী রোশন সিং এবং চর্চিত চতুর্থ প্রেমিক অভিরূপকে নিয়ে প্রায়ই চর্চা হয়। কিন্তু শ্রাবন্তীর প্রাক্তন প্রথম স্বামী?
টলিউডের নামী পরিচালক রাজীব কুমার (Rajib Kumar) ছিলেন অভিনেত্রীর প্রথম স্বামী। অনেক কম বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্রাবন্তী। তখন অবশ্য তিনি টলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠেননি। নিজের জায়গা পাকা করার চেষ্টা করছেন ইন্ডাস্ট্রিতে।

বিয়ের পরপরই মা হয়েছিলেন শ্রাবন্তী। ১৩ বছরের বৈবাহিক জীবন কাটিয়ে শেষমেষ আলাদা হয়ে যান শ্রাবন্তী রাজীব। বিচ্ছেদের দু বছর পর রাজীবকেও আর তেমন দেখা যায়নি পরিচালনার জগতে।
তাঁর শুরুটাই হয়েছিল ছোটপর্দা দিয়ে। মাঝে বড়পর্দায় কাজ করেছেন। কিন্তু করোনার পর থেকে একটু সমস্যা হয়ে গিয়েছে। রাজীব বলেন, তাঁর ছবি ছিল সিঙ্গল স্ক্রিন দর্শকদের জন্য। কিন্তু এখন তো সেসবের পাটই চুকতে বসেছে। আর দেবের মতো প্রযোজকরা এখন যে ধরণের ছবি নিয়ে কাজ করছেন সেগুলো বানানোর ক্ষমতা তাঁর নেই বলেই স্বীকার করেন রাজীব।
তবে তাঁর মতে, ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে এখনো মশলা বিনোদনমূলক সিনেমাই দরকার। নয়তো ফাইট মাস্টার, ব্যাকগ্রাউন্ড ডান্সারদের ক্ষতি হচ্ছে। তাছাড়া যেসব দর্শকরা শুধুমাত্র বিনোদনের জন্য ছবি দেখেন তাদের কথাও তো ভাবতে হবে।
সাক্ষাৎকারে প্রাক্তন স্ত্রী শ্রাবন্তী সম্পর্কেও মন্তব্য করেন রাজীব। তিনি জানান, শ্রাবন্তীর সঙ্গে মৌখিক বিচ্ছেদের পরেও কাজ করেছেন আর ভবিষ্যতেও করতে চান। এমনকি ছেলে অভিমন্যুর সঙ্গেও ভাল সম্পর্ক রাজীবের। শনি রবিবার করে বাবার কাছে যান তিনি। কাজ নিয়ে আলোচনা হয়। তবে প্রেমের ব্যাপারে বাবার সঙ্গে কথা বলার সাহস নেই ঝিনুকের (অভিমন্যুর ডাক নাম)। তখন মা-ই ভরসা। প্রথম বিয়ে ভাঙার পর আর সংসার করবেন না? প্রসঙ্গ সুকৌশলে এড়িয়ে গিয়েছেন শ্রাবন্তীর প্রাক্তন।





Made in India