বাংলা হান্ট ডেস্কঃ গতবছর থেকে একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে নেতা-বিধায়কদের। গত বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুরের (Bankura) বিধায়ক তথা ব্যবসায়ী তন্ময় ঘোষের (MLA Tanmoy Ghosh) পরিবারের চালকল, মদের দোকান, লজ ও বিধায়ক কার্যালয়ে একযোগে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। এক টানা ৫৩ ঘণ্টা ধরে চলে তল্লাশি। এই আবহে শুভেন্দুর মুখে উঠে এল বিধায়ক হরকালী প্রতিহারের (Harakali Protiher) নাম। যা নিয়ে তুঙ্গে জল্পনা।
শুক্রবার দুপুরের পর আয়কর দফতরের আধিকারিকরা তন্ময় ঘোষের রাইস মিল থেকে বেরিয়ে যেতেই বিজয়া সম্মিলনীতে বেরিয়ে যান বিধায়ক। প্রসঙ্গত, বিজেপির টিকিটে বিষ্ণুপুর থেকে জয়লাভ করলেও গত অগস্ট মাসে ফের তৃণমূলে ফেরেন বিধায়ক। সেই তন্ময় ঘোষের রাইস মিলে আয়কর তল্লাশি শেষ হতেই জোর চর্চায় কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার।
আর গুঞ্জনের মাঝেই বিধায়কের নাম উঠে এল বিরোধী দলনেতার (Suvendu Adhikari) মুখে। বৃহস্পতিবার হরকালী প্রতিহারের দেড় কোটি টাকার বাড়ির কথা উল্লেখ করে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ তোলেন নন্দীগ্রাম বিধায়ক। শুভেন্দু বলেন, “এবার হরকালীর পালা। উঁনি অনেকদিন ধরেই বিচ্ছিন্ন ছিল। সেটিংয়ের দলে ছিল। বাঁকুড়ায় ওতো বড় বাড়ি হল কোথা থেকে? হরিবোল বাজিয়ে ছেড়ে দেব।”
আরও পড়ুন: মা কালীর কৃপা! DA নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুশিতে আত্মহারা রাজ্য সরকারি কর্মীরা
এদিকে শুভেন্দুর পাল্টা হরকালী বলেন, “ এবার মনে হচ্ছে ওর (শুভেন্দু) অঙ্গুলি হেলনেই ইডি-সিবিআই সব চলছে। ও যেখানে যাকে পাঠাবে, সেখানেই তারা যাবে। আইটি ফাইল দেখাতে চাইলে দেখাব।”

আরও পড়ুন: কালীপুজোয় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গের ৭ জেলায়? বিরাট আপডেট দিল আবহাওয়া দপ্তর
এদিকে নিজের বাড়ি প্রসঙ্গে বিধায়ক বলেন, “আমি নিজে পেশায় শিক্ষক। আমার স্ত্রী মেডিক্যাল কলেজের নার্স। রাজনীতিতে যোগ দেওয়ার বহু আগে ২০১৯ সালে এই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে এই বাড়ি গড়েছি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির কোনও প্রশ্নই নেই।”





Made in India