বাংলাহান্ট ডেস্ক : গণ অভ্যুত্থান এবং হাসিনা সরকারের পতনের সময় থেকে লাগাতার সংবাদ শিরোনামে রয়েছে বাংলাদেশ (Bangladesh)। শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ, অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকেই নানান অশান্তি, বিশৃঙ্খলা বারেবারে উত্তপ্ত করেছে প্রতিবেশী দেশকে। এসেছে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের খবর। তেমনি সীমান্তে বাংলাদেশি (Bangladesh) অনুপ্রবেশের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য ভাবে।
বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে বাড়ছে অবৈধ অনুপ্রবেশ
সীমান্তে অনুপ্রবেশের হার নিয়ে চিন্তা প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের উপরে অত্যাচারের জেরে অনেক হিন্দু শরণার্থীরাও অবৈধ ভাবে ভারতে প্রবেশ করতেন পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কিন্তু রিপোর্ট কী বলছে? অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে সীমান্তে যারা ধরা পড়েছে তাদের ধর্মীয় পরিচয় কী জানেন?

গত বছরে বেড়েছে অনুপ্রবেশের হার: রিপোর্ট অনুযায়ী, ২০২২ এবং ২০২৩ এর তুলনায় ২০২৪ এ বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা অনেকটাই বেড়েছে। তবে অদ্ভূত ভাবে সমগ্র বছরের সঙ্গে তুলনা করলে কিন্তু অগাস্টে হাসিনা সরকারের পতনের পর থেকে তেমন উল্লেখযোগ্য ভাবে বাড়েনি অনুপ্রবেশের হার। এই তথ্য পাওয়া গিয়েছে বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের থেকে।
আরো পড়ুন : বর্ষবরণে বজায় রইল “রীতি”, বিদেশের সমুদ্র সৈকতে ঠোঁটে ঠোঁট রাজ-শুভশ্রীর
রিপোর্ট থেকে কী পাওয়া গেল: বিএসএফ এর তরফে জানা গিয়েছে, বাংলাদেশ (Bangladesh) থেকে যে সমস্ত হিন্দু অনুপ্রবেশকারীরা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে উঠে এসেছে ওপার বাংলায় হিন্দুদের উপরে অত্যাচারের মতো কারণ। তবে অনুপ্রবেশকারীদের সামগ্রিক রিপোর্ট থেকে যথেষ্ট চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে।
আরো পড়ুন : ভারতীয় নার্সের মৃত্যুদণ্ডে সম্মতি এই দেশের! নিমিশাকে বাঁচাতে এবার বড় ঘোষণা দিল্লির
রিপোর্ট অনুযায়ী, ২০২৪ এর অগাস্ট থেকে ডিসেম্বরের ২৪ তারিখ পর্যন্ত মোট ৭১৬ জন বাংলাদেশি (Bangladesh) অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছে। এদের মধ্যে ৩০১ জন হিন্দু এবং ৪১৫ জন মুসলিম ধর্মাবলম্বী। ২০২৩ সালে অগাস্ট থেকে ডিসেম্বরের রিপোর্ট বলছে, ২০৩ জন হিন্দু এবং ৪৪৯ জন মুসলিম ধরা পড়েছিলেন সীমান্তে। আর ২০২২ এ সংখ্যাটা ছিল ১১৪ জন হিন্দু এবং ২৯৮ জন মুসলিম।





Made in India