বাংলাহান্ট ডেস্ক: অন্য সব রিয়েলিটি শোকে (Reality Show) ছাপিয়ে দর্শকদের প্রিয় হয়ে উঠেছে ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। জি বাংলার অনেক বছরের পুরনো নন ফিকশন শো এটি। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) হাত ধরে শুরু হলেও দীর্ঘদিন তিনি অংশ ছিলেন না এই শোয়ের। হিন্দি রিয়েলিটি শো নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেতা। অবশেষে প্রায় এক দশক পর আবারো বাংলায় ফিরেছেন ‘মহাগুরু’। আর সঙ্গে মিষ্টি ‘হাম্পটি’ (Humpty)।
ডান্স বাংলা ডান্সের নিয়মিত দর্শক যারা তারা জানেন, এর আগেও কোনো না কোনো মিষ্টি শিশুশিল্পীকে নিয়ে শোতে নিয়ে এসেছেন মহাগুরু মিঠুন। তাদের কাউকে দেখা গিয়েছে মহাগুরুর পাশে, কেউ আবার সঞ্চালনার দায়িত্ব সামলেছে। এখন তারা সকলেই বড় হয়ে গিয়েছে। তবে এবারের সিজনের স্টার হল হাম্পটি।

চলতি সিজনের প্রথম দিন থেকেই মিঠুনের পাশে দেখা গিয়েছে মিষ্টি বাচ্চাটিকে, যার নাম হাম্পটি। তার জায়গা মিঠুনের পাশে। সেখানে বসে বসেই নিজের মতো করে প্রতিযোগীদের নাচের প্রশংসা করে সে। এগিয়ে দেয় গোলাপ ফুল। সমবয়সী পুঁচকে প্রতিযোগীদের আবার আদর করতেও দেখা যায় তাকে।

বিশেষ করে খুদে হাম্পটির নাচের ভক্ত সব্বাই। এতদিন মহাগুরুর পাশে দাঁড়িয়েই তার নাচ দেখতেন দর্শকরা। তবে বিগত কয়েক পর্বে খুদে প্রতিযোগীদের সঙ্গে মঞ্চেও নাচতে দেখা যাচ্ছে হাম্পটিকে। মিঠুন, অঙ্কুশের সঙ্গে পুঁচকের খুনসুটি বেশ উপভোগ করেন দর্শকরা। সেলিব্রিটি বিচারকদেরও প্রিয় হয়ে উঠেছে হাম্পটি।

কিন্তু মিষ্টি বাচ্চাটির আসল পরিচয় কি জানেন? তার আসল নাম আদর্শ দাস। কলকাতাতেই জন্ম তার। তবে খুদের বয়স জানা যায়নি। ডান্স বাংলা ডান্সের দৌলতে ইতিমধ্যেই বেশ চেনা মুখ হয়ে উঠেছে হাম্পটি। সোশ্যাল মিডিয়াতেও লাফিয়ে বাড়ছে তার জনপ্রিয়তা।





Made in India