বাংলা হান্ট নিউজ ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে সফলভাবে ক্রিকেট খেলা এমনকি ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাওয়া নীতিশ রানা (Nitish Rana) চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। তার নেতৃত্বে কেকেআর যে খুব সাফল্যের সাথে এগোচ্ছে এমনটা কেউই দাবি করবেন না। কিন্তু নিতিশ রানা নিজের সীমিত ক্ষমতা নিয়ে যথেষ্ট চেষ্টা করছেন কেকেআরকে সাফল্য এনে দেওয়ার।
তবে আজকে আমাদের এই প্রতিবেদন নীতিশ রানাকে নিয়ে নয়। আজ এই প্রতিবেদন তার স্ত্রী সাঁচী মারওয়া রানাকে (Saachi Marwah Rana) নিয়ে। হয়তো জানেন না কেকেআর অধিনায়কের স্ত্রী বলিউডের মহাতারকা গোবিন্দার ভাইঝি। কেকেআরের জার্সি গায়ে চাপিয়ে এই সুন্দর তনয়া প্রায় প্রতিদিনই উপস্থিত থাকেন ইডেনের ভিআইপি বক্সে নিজের স্বামীর দলকে সমর্থন জানানোর জন্য। ২০১৯ সালে সাঁচী এবং নীতিশের বিবাহ হয়।
কিছুদিন আগে দিল্লির রাস্তায় তাকে কিছু বখাটে ছেলেদের দ্বারা হেনস্থা হতে হয়েছিল। তখন তিনি শিরোনামে আসার পরে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল যে তিনি কোন পেশার সাথে যুক্ত আছেন। তিনি পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। নিজের পেশায় তিনি অত্যন্ত সফল। তিনি এই বিষয়ে স্নাতক ডিগ্রীও লাভ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত সক্রিয় থাকেন সবসময়। ইন্সট্রাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ৯৫,০০০-এর বেশি। তিনি ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাধুলার ব্যাপারে যথেষ্ট আগ্রহ রেখে চলেন। যদিও ক্রিকেটের জগতে নিজের স্বামীর পাশাপাশি গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির অত্যন্ত বড় ভক্ত তিনি।

ফুটবল নিয়েও তার আগ্রহ অসীম। কিছুদিন আগেই নিজের স্বামীর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের হোম গ্রাউন্ড ওল্ড ট্রাফোর্ডে গিয়েছিলেন তিনি। ৩১ বছর বয়সী এই সুন্দরী কেকেআর অধিনায়কের সহধর্মিনীর প্রিয় ফুটবলার হলেন প্রাক্তন ম্যান ইউনাইটেড তারকা জুলাটান ইব্রাহিমোভিচ। কিছুদিন আগে শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছিল তার। সেই মুহূর্তটিকে স্বপ্ন পূরণের মুহূর্ত বলে উল্লেখ করেছিলেন সাঁচী। তবে তেমনটা বললেও বলিউডে তার প্রিয় অভিনেতা হলেন অক্ষয় কুমার।





Made in India