বাংলাহান্ট ডেস্ক: বিনোদুনিয়ায় সম্পর্ক ভাঙা গড়ার খবর নতুন নয়। অনেকে কটাক্ষ শানিয়ে বলেন, সংসার, সম্পর্ক এখানে তাসের ঘরের মতোই ভঙ্গুর। বছর ঘুরতে না ঘুরতে সঙ্গী বদলে ফেলেন তারকারা। বিচ্ছেদের কারণ রয়ে যায় আড়ালেই। টলিপাড়ার এমনি এক চর্চিত সম্পর্ক এবং বিচ্ছেদ রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) জুটির।
পরিচালক অভিনেত্রী জুটিদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে সবার প্রথমেই নাম আসত রাজ মিমির। না, সম্পর্কের কথা তাঁরা স্বীকার করেননি, কিন্তু তাতে গুঞ্জন কমার থেকে বরং আরো চড়চড়িয়ে বেড়েছে। রাজের পরিচালনায় একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন মিমি। পেশাগত সম্পর্কের বাইরেও দুজনের ঘনিষ্ঠতা নজর এড়াত না কারোরই।

কিন্তু তাদের সম্পর্ক ভাঙল কী কারণে? স্পষ্ট কোনো কারণ জানা না গেলেও শোনা যায়, তুরষ্কে একটি ছবির শুটিংয়ে গিয়ে সে দেশের একটি ছেলের প্রেমে পড়েন মিমি। সে সম্পর্ক নিয়ে বিবাদ শুরু হয় রাজের সঙ্গে, যা পরে বিচ্ছেদের দিকে গড়ায়। যদিও সম্পর্কের মতো বিচ্ছেদ নিয়েও কোনো বলেননি রাজ মিমি।
আবার এও শোনা যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে নাকি রাজের সঙ্গে মন কষাকষি হয়েছিল মিমির। পরিচালকের জন্য দুই নায়িকার লড়াইয়ের খবরও চর্চার হট টপিক হয়ে থেকেছে এক সময়। পরবর্তীকালে শুভশ্রীর সঙ্গেই প্রেম করে বিয়ে করেন রাজ। এখন একমাত্র আদরের সন্তান ইউভানকে নিয়ে সুখের সংসার রাজ শুভশ্রীর।

অন্যদিকে রাজের সঙ্গে এখনো সরাসরি কথা বলতে দেখা যায় না মিমিকে। দুজনের বিচ্ছেদের পর একসঙ্গে আর কাজও করেননি তাঁরা। একই রাজনৈতিক দলের সদস্য হলেও এখনো সরাসরি কথা বলতে দেখা যায় না রাজ মিমিকে। যদিও শুভশ্রীর সঙ্গে ফের বন্ধুত্ব পাতিয়ে ফেলেছেন তিনি। এমনকি ছোট্ট ইউভানের জন্য উপহারও পাঠিয়েছিলেন তাঁর মিমি মাসি। তবে রাজের পর আর তেমন ভাবে কারোর সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা শোনা যায়নি মিমির।





Made in India