বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই BCCI (Board of Control for Cricket in India)-এর তরফে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় খেলোয়াড়দের বার্ষিক চুক্তির তালিকাটি প্রকাশ করা হয়েছে। যেখানে কিছু বড় পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। তবে, যে বিষয়টি সকলের নজর কেড়েছে তা হল ওই চুক্তি থেকে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং ঈশান কিষানকে (Ishan Kishan) বাদ দেওয়া হয়েছে। এদিকে, প্রথমবারের মতো ১১ জন নতুন খেলোয়াড়কে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
যদিও, ওই ১১ জন খেলোয়াড়ের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হওয়া সরফরাজ খান এবং উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেলের নাম নেই। তবে, ক্রিকেট অনুরাগীরা মনে করেছিলেন, এই দু’জন তারকা খেলোয়াড় হয়তো ওই তালিকায় থাকবেন। কিন্তু, একটি নিয়মের কারণে তাঁরা এই তালিকায় স্থান পাননি। এমতাবস্থায়, চলুন জেনে নিই যে, কেন এই দু’জন খেলোয়াড় BCCI-এর বার্ষিক চুক্তিতে স্থান পাননি?

এই কারণে নেই সরফরাজ এবং ধ্রুবের নাম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, BCCI খেলোয়াড়দের সেন্ট্রাল কন্ট্রাক্টে অন্তর্ভুক্ত করার জন্য একটি যোগ্যতা নির্ধারণ করেছে। যেটি অনুসারে, ওই তালিকায় অন্তর্ভুক্ত হতে গেলে প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই কমপক্ষে ৩ টি টেস্ট বা ১০ টি ওয়ানডে বা ১০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে ওই খেলোয়াড়রা তালিকায় গ্রেড “C”-তে অন্তর্ভুক্ত হতে পারবেন।
আরও পড়ুন: “ওয়ান চায়ে প্লিজ”, ডলির কাছ থেকে চায়ের তৃষ্ণা মেটালেন বিল গেটস! ভারতের করলেন ভূয়সী প্রশংসা
আর এই কারণে বোর্ড কর্তৃক জারি করা বার্ষিক চুক্তির তালিকায় ওই যোগ্যতা পূরণকারী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে। এমতাবস্থায়, সরফরাজ ও ধ্রুব এখনও পর্যন্ত মাত্র ২ টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাই তাঁরা যখন ধরমশালার মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলবেন, তখন তাঁরা চুক্তির তালিকার গ্রেড “C”-তে অন্তর্ভুক্ত হবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে তিনটি ম্যাচ খেলা রজত পতিদারকে তালিকায় গ্রেড “C”-তে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ২ টির বেশি সন্তান থাকলেই মিলবে না সরকারি চাকরি! অবশেষে নিয়মে সিলমোহর দিল সুপ্রিম কোর্ট
বোর্ড মোট ৩০ জন খেলোয়াড়কে বার্ষিক চুক্তির মধ্যে রেখেছে: উল্লেখ্য যে, ২০২৩-২৪ সালের জন্য BCCI কর্তৃক প্রকাশিত বার্ষিক চুক্তির তালিকায় মোট ৩০ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে সবাইকে চারটি ভিন্ন গ্রেডে স্থান দেওয়া হয়েছে। যার মধ্যে ৪ জন খেলোয়াড় “A+” প্লাস গ্রেডে, ৬ জন “A” গ্রেডে, “B” গ্রেডে ৫ জন এবং “C” গ্রেডে স্থান পেয়েছেন ১৫ জন খেলোয়াড়। পাশাপাশি, এই চুক্তিতে প্রথমবারের মতো যশস্বী জয়সওয়ালকে “B” গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে।





Made in India