বাংলা হান্ট ডেস্ক: ১৪ জুলাই ২০২৩; এই দিনটিতেই চাঁদের উদ্দেশ্যে সফর শুরু করেছিল বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। ইতিমধ্যেই সেই সফরের একদম অন্তিম লগ্ন উপস্থিত হয়েছে। জানা গিয়েছে যে, বুধবার সন্ধ্যে ৬ টা ৪ মিনিট নাগাদ চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে চন্দ্রযান-৩। এদিকে, প্রায় চার হাজার কেজির “LVM3 মার্ক 4” রকেটের পিঠে চেপে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান। পাশাপাশি, তার সঙ্গী হল ১,৭৫২ কেজির ল্যান্ডার “বিক্রম” ও ২৫ কেজির রোভার “প্রজ্ঞান।”
রকেটটি জিটিও কক্ষপথে পৌঁছতেই চন্দ্রযান চাঁদের উপবৃত্তাকার কক্ষপথে ঢুকে পড়ে। এমতাবস্থায়, ধীরে ধীরে গতি কমিয়ে চাঁদকে ছুঁতে চলেছে সে। উল্লেখ্য যে, চাঁদের পিঠে চন্দ্রযানকে ঠিকঠাক অবতরণের দায়িত্বে রয়েছে ল্যান্ডার “বিক্রম”। তবে, আপনি কি জানেন যে কেন এই ল্যান্ডারের নাম “বিক্রম” রাখা হয়েছে? এর পেছনে রয়েছে এক চমকপ্রদ কারণ। যেটি জানার পর অবাক হয়ে যাবেন প্রত্যেকেই।

ইতিমধ্যেই এই প্রসঙ্গে ISRO (Indian Space Research Organisation) জানিয়েছে যে, ভারতের তৃতীয় চন্দ্রাভিযান ইতিহাস গড়তে চলেছে। আর সেই কারণেই ল্যান্ডারের এই নামটিকে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি, দ্বিতীয়বারও ল্যান্ডারের নাম বিক্রম ছিল। মূলত, ISRO-র প্রাণপুরুষ ডঃ বিক্রম আম্বালাল সারাভাইকে সম্মান জানিয়েই এই ঐতিহাসিক চন্দ্রযাত্রায় “বিক্রম” নামটি সংযুক্ত করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আর তাই ল্যান্ডার তৈরি হয়েছে প্রয়াত বিক্রম সারাভাইয়ের নামেই।
আরও পড়ুন: Chandrayaan-3 live : এখন ঠিক কোথায় রয়েছে বিক্রম ? কি আপডেট দিল ISRO ?
ISRO-র তরফে জানানো হয়েছে, চাঁদে ১৪ দিন অর্থাৎ প্রায় ১ পক্ষকাল ধরে কাজ করবে “বিক্রম”। পাশাপাশি রোভারও সচল থাকবে ১৪ দিন ধরে। প্রতি বারে ১৫০-২০০ মিটার অবধি এগোনোর মাধ্যমে পরীক্ষামূলক ভাবে চাঁদের মাটি এবং চন্দ্রপৃষ্ঠের রাসায়নিক উপাদানের বিশ্লেষ করবে ওই যন্ত্র। শুধু তাই নয়, প্রতি ১৫-২০ মিনিট অন্তর অরবিটারের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য গ্রাউন্ড স্টেশনে পাঠাতে থাকবে রোভার।
আরও পড়ুন: করতে চলেছে আরও একটি বড় কারনামা! Chandrayaan-3-এর সফল উৎক্ষেপণের পর ইতিহাস গড়তে চলেছে ISRO
প্রসঙ্গত উল্লেখ্য যে, চাঁদের কক্ষপথ পৃথিবী পৃষ্ঠ থেকে ৩ লক্ষ ৮২ হাজার কিলোমিটার দূরে রয়েছে। এমতাবস্থায়, কক্ষপথের প্রায় ১০০ কিলোমিটার উপরে থাকাকালীন চন্দ্রযান থেকে বেরিয়ে এসেছে ল্যান্ডার “বিক্রম”। যেটি নামবে চাঁদের দক্ষিণ মেরুর ৭০ ডিগ্রি অক্ষাংশে। এদিকে, ল্যান্ডার থেকেই বেরিয়ে আসবে ২৭ কেজি ওজনের ৬ চাকার রোভার।





Made in India