সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) অভিনীত স্ত্রী ২। সিনেমাহলে বেশ জনপ্রিয় হয়েছে এই মুভিটি। ৩০০ কোটি পেরিয়েছে এই সিনেমাটি। প্রত্যেকের অভিনয়কেই বেশ পছন্দ করেছে এই সিনেমাটি। এর আগেও বেশ কয়েকটা হিট ছবিতে কাজ করেছেন শ্রদ্ধা (Shraddha Kapoor)। তু ঝুটি ম্যায় মক্কার, আশিকি ২, ওকে জানু ইত্যাদি ছবিতে কাজ করেছেন শ্রদ্ধা।
তবে বলিউডের একাধিক প্রথম সারির নায়কদের সঙ্গে কাজ করার পরেও, কাজ করতে পারেননি তিন খানের সঙ্গে। শাহরুখ, সালমান কিংবা আমির কারুর সঙ্গেই কাজ করেননি শ্রদ্ধা। কেন করেননি টা জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ছবি করার সময় সবার আগে সেই ছবির স্ক্রিপ্ট দেখি।’

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) অভিনীত স্ত্রী ২
‘যদি আমার স্ক্রিপ্ট পছন্দ হয়, তবে সেই ছবি করি। না হলে করি না। স্ক্রিপ্ট পছন্দ হওয়ার পর আমি হিরোদের দেখি। আমার খুব ইচ্ছা তিন খানের সঙ্গে কাজ করার। কিন্তু এখনও পর্যন্ত সেই সুযোগ পাইনি। আমি তাঁদের সঙ্গে কাজ করার আগে স্ক্রিপ্ট পড়লেই আমার সেগুলো পছন্দ হয় না। তাই তাঁদের সঙ্গে এখনও কাজ করে উঠতে পারিনি। তবে ভবিষ্যতে কোনও ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই আমি অভিনয় করব। ‘
প্রসঙ্গত, শ্রদ্ধা নিজের প্রেম জীবন নিয়ে সম্প্রতি চর্চায় আছেন। জানা গিয়েছে ব্যবসায়ী রাহুল মোদীর সঙ্গে প্রেম করছেন তিনি। তবে এর কোনও পাকা খবর দেননি অভিনেত্রী। এর আগে আদিত্য রায় কাপুরের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। তবে বিচ্ছেদের পর বেশ কিছু বছর সিঙ্গেল ছিলেন দুজনেই। এমনটাই শোনা গিয়েছিল। তবে শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে বর্তমানে মাতামাতি করছেন তাঁর ভক্তরা। নিজেদের প্রিয় অভিনেত্রীকে সাত পাকে বাঁধা পড়তে দেখতে চায় তারা।





Made in India