বাংলা হান্ট ডেস্ক: ফের একবার সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালেন দুজন। মধ্য প্রদেশের মন্দসর জেলায় বন্যার জলের সামনে দাঁড়িয়ে এক অধ্যাপকের পরিবার সেলফি তোলার চেষ্টা করে চলেছিলেন। এমন ঘটনার জেরে মৃত্যু হয় অধ্যাপকের স্ত্রী ও মেয়ের।

ঘটনাচক্রে উদ্ধার করা হয়েছে স্ত্রীর দেহ, যদিও মেয়েকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বদ্ধপরিকর ভাবে চালানো হচ্ছে তল্লাশি। এই অধ্যাপকের গোটা পরিবার, চৌধুরি কলোনি এলাকায়, অতিরিক্ত বন্যার জল দেখতেই সেখানে গিয়েছিল। বন্যার জলের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করতে ঘটে দুর্ঘটনা, সেখানকারই একটি গর্তে পড়ে যায় গোটা পরিবার।

ঘটনাচক্রে অধ্যাপক কে উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা। জানা গেছে তাঁর নাম আর ডি গুপ্তা। গর্তে পড়ে যাওয়ায় হাত ভেঙে গিয়েছে তার। গোটা এলাকায় অতি বর্ষণের জেরেই বন্যায় ভেসে গিয়েছে বহু গ্রাম।
এখনও পর্যন্ত মধ্যপ্রদেশে বন্যায় মৃতের সংখ্যা ৩। পরস্থিতি সামাল দেওয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন এনডিআরএফ ও এসডিআরএফের সদস্যরা।





Made in India