বাংলা হান্ট ডেস্ক: বি টাউনে সেলিব্রেটি ওয়েড়িং মানেই বিশাল আলোচনার বিষয়। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দু হলেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর। বি-টাউনে ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের প্রেম নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরেই। তাঁদের প্রেমটা এখন বলিউডে প্রায় ওপেন সিক্রেট। প্রথমে একে অপরে সম্পর্কের কথা প্রকাশ্যে না আনলেও রণবীর সিং-দীপিকা পাডুকোনের রিসেপশন পার্টিতেই প্রথমবার একসঙ্গে হাজির হন ফারহান-শিবানী। সেসময়ই তাঁদের সম্পর্কের কথা ধীরে ধীরে প্রকাশ্যে আসে। তবে অবশেষে পরিণয়বদ্ধ হতে চলেছেন ফারহান-শিবানী।
ফিল্মফেয়ার ম্যাগাজিন সূত্রে খবর, আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চ মাসেই বাজতে চলেছে ফারহান আখতার-শিবানী দান্ডেকরের বিয়ের সানাই। শিবানী দান্ডেকরের সঙ্গে ফারহানের পরিবারের সম্পর্ক বেশ ভালো। এমন ফারহানের আগের পক্ষের দুই মেয়ে শাক্য আখতার ও আকিরা আখতারের সঙ্গেও শিবানীর সম্পর্ক বেশ ভালো। এবছর দীপাবলিও ফারহানের পরিবারের সঙ্গেই সেলিব্রেট করতে দেখা যায় শিবানীকে। সেই ছবি প্রকাশ্যে আনেন শাবানা আজমি নিজেই। ফারহানও শিবানীর সঙ্গে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে নিয়েও জর গুঞ্জন উঠেছে বি টাউনে। তবে আপাতত এই দুই তারকার বিয়ের অপেক্ষায় রয়েছে গোটা বলিউড।
https://www.instagram.com/p/B4HqhyYhVnm/?utm_source=ig_web_copy_link
সম্প্রতি সূত্রের খবর বাগদান ও সেরে ফেলেছেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর ইতিমধ্যেই। এর আগে ঠিক কবে বিয়ে করছেন এবিষয়ে এর আগে এক সাক্ষাৎকারে ফারহানরে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বলেছিলেন বিয়েটা হয়তবা আগামী এপ্রিল ও মে মাসে হতে পারে। তবে এখন শোনা যাচ্ছে ফেব্রুয়ারি কিংবা মার্চেই বিয়েটা সেরে ফেলবেন তাঁরা।





Made in India