বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই বলিউড উত্তাল হয়েছিল ‘ফেরা ফেরি’ (Hera Pheri 3) বিতর্কে। অত্যন্ত জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ঘোষণা হতেই আচমকা সরে দাঁড়ান অভিনেতা পরেশ রাওয়াল। হেরা ফেরি সিরিজের অবিচ্ছেদ্য অঙ্গ বাবুরাওয়ের ছবি থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছিল সর্বত্র। তারপরের ঘটনা সকলেরই জানা। আইনি সমস্যায় জড়ালেও নিজের সিদ্ধান্ত থেকে সরেননি পরেশ। তবে এবার এক অনুরাগীর প্রশ্নের জবাবে অভিনেতা যা বললেন তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।
ফেরা ফেরি (Hera Pheri 3) নিয়ে মুখ খুললেন পরেশ
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী কাতর অনুরোধ করেন পরেশকে। লেখেন, ‘স্যার একবার ভাবুন, হেরা ফেরিতে ফিরে আসুন। আপনি তো এই ছবির আসল নায়ক’। উত্তরে অভিনেতা লেখেন, ‘না, হেরা ফেরিতে তিনজন নায়ক’। এরপরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে কি অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির সঙ্গে নিজেকেও যোগ করলেন পরেশ? ছবিতে ফেরার কথাই কি ভাবছেন তিনি?

কী চলছে নেট পাড়ায়: পরেশের মন্তব্য নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে নেট পাড়ায়। কেউ কেউ মনে করছেন, হয়তো অভিনেতার মন গলেছে, আবারও ছবিতে (Hera Pheri 3) ফেরার কথা ভাবছেন তিনি। আবার নেটিজেনদের একাংশের মতে, সবটাই হয়তো প্রচার কৌশল। আদৌ তিনি ফিরবেন না ছবিতে।
আরও পড়ুন : ভয়াবহ ফার্নেস বিষ্ফোরণ বর্ধমানের কারখানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত ১! জখম বহু শ্রমিক
কেন ছাড়লেন ছবি: এর আগে এক সাক্ষাৎকারে পরেশ রাওয়ালের আইনি টিম দাবি করে, ছবির কোনো চিত্রনাট্য বা গল্প দেওয়া হয়নি অভিনেতাকে। এমনকি প্রযোজনা সংস্থার তরফে যে ক্ষতির দাবি করা হচ্ছে তারও নাকি কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন পরেশ রাওয়ালের আইনজীবী। কোনো আইনি চুক্তিই নাকি হয়নি।
আরো পড়ুন : সফট পর্ন চক্রে ধৃত শ্বেতার সঙ্গে অরূপ-রাজীবের ছবি! ডোমজুড় কাণ্ডে নয়া মোড়
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, অক্ষয়ের মুখের কথায় ছবিতে (Hera Pheri 3) সই করতে রাজি হয়েছিলেন তিনি। অক্ষয় নাকি তাঁকে বলেছিলেন, তাঁর উপরে বিশ্বাস রাখতে। পরে সবটাই লং ফর্ম চুক্তিতে লেখা থাকবে। দীর্ঘদিনের বন্ধুত্ব, ভরসা থেকেই কোনো স্ক্রিপ্ট, চুক্তি ছাড়াই নাকি পরেশ সই করেছিলেন ছবির জন্য। তাঁর আইনি টিমের তরফে বলা হয়েছে, বাবু ভাইয়া চরিত্রটির সঙ্গে একটা আবেগ জড়িয়ে রয়েছে পরেশ রাওয়ালের। সেই জায়গা থেকেই স্পষ্ট করতে চেয়েছিলেন তিনি সবটা।





Made in India