বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন রোহিত শর্মার কাঁধে। মুম্বাইয়ের এই তারকা খেলোয়াড়কে ভারতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক করা হয়েছে। বিরাট কোহলির জায়গায় দায়িত্বে এসেছেন রোহিত। টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন বিরাট। টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে রোহিতকে। রোহিতের অধিনায়ক হওয়ার সাথে সাথে ভক্তদের মনে প্রশ্ন উঠছে যে তিনি এখন বিরাটের চেয়ে তিনি বেশি বেতন পাবেন কিনা।আসুন জেনে নেওয়া যাক ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত ও বিরাটকে বছরে কত বেতন দেয়।
বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বুমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তির তালিকায় A+ গ্রেডে রয়েছেন। বিসিসিআই-এর চুক্তি অনুযায়ী, A+ খেলোয়াড়রা বার্ষিক ৭ কোটি টাকা পান। বিসিসিআই অধিনায়কত্বের জন্য আলাদা বেতন দেয় না। একইভাবে এ, বি, সি গ্রেডের খেলোয়াড়রা পান যথাক্রমে ৫ কোটি, ৩ কোটি ও ১ কোটি টাকা। আইপিএল ২০২২-এ কোহলির থেকেও বেশি আয় করবেন রোহিত আগামী বছর আইপিএলে ১৫-এর বদলে ১৬ কোটি পাবেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলিকে ১৫ কোটিতে ধরে রেখেছে। কোহলির বেতন কমেছে ২ কোটি টাকা। আগে পেতেন ১৭ কোটি টাকা।

আইপিএলে বিরাটের থেকে বেশি আয় করেছেন রোহিত যদি আমরা রোহিত শর্মার আইপিএল আয়ের কথা বলি, তবে তিনি এই লিগ থেকে এখন পর্যন্ত ১৪৬.৬ কোটি টাকা আয় করেছেন। এমএস ধোনির পর আইপিএলে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় রোহিত শর্মা। ধোনিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএল থেকে ১৫০ কোটি টাকার বেশি আয় করেছেন। কোহলি এখন পর্যন্ত আইপিএলে ১৪৩ কোটি টাকা আয় করেছেন।
আইপিএলে রোহিত শর্মার অর্জন ৬ বার আইপিএল জিতেছেন রোহিত শর্মা। ২০০৯ সালে, তিনি ডেকান চার্জার্সের সাথে আইপিএল জিতেছিলেন এবং তারপরে তিনি মুম্বাইকে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। তাই বলা যায় যোগ্য হিসাবেই এই টাকা রোজগার করবেন।





Made in India