বাংলা হান্ট ডেস্ক: গত বছর বাংলাদেশে (Bangladesh) নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। শেখ হাসিনা দেশত্যাগ করার পর সেনাপ্রধানের ইশারাতেই মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়া হয়। তবে, কয়েক মাস পর, বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান এবং ইউনূসের মধ্যে উত্তেজনার খবর আসতে শুরু করে। এখন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। শুধু তাই নয়, ইউনূস জামানকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না। এমনকি তাঁকে গ্রেফতার করে ফাঁসিও দেওয়া হতে পারে বলে দাবি করেছেন বাংলাদেশের একজন সাংবাদিক।
বাংলাদেশে (Bangladesh) ফের তৈরি হবে আলোড়ন?
জানিয়ে রাখি যে, ইন্ডিয়া ডেইলি লাইভের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশি সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী দাবি করেছেন যে মোহাম্মদ ইউনূস সম্পূর্ণরূপে পাকিস্তানের ইশারায় খেলছেন। সেনাপ্রধান ওয়াকার জামান এটা পছন্দ করছেন না এবং এই কারণেই তাঁদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। তিনি বলেন, ইউনূস লালমনিরহাটে একটি বিমানঘাঁটি নির্মাণের জন্য চিনকে আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে, ইউনূস ঢাকার (Bangladesh) অর্ডিন্যান্স ফ্যাক্টরি পাকিস্তানের কাছে হস্তান্তরের চেষ্টা করেছিলেন। সেনাপ্রধান জামান হস্তক্ষেপ করে সেই চুক্তিটি বন্ধ করে দেন।
“জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে”: চৌধুরী আরও বলেন, “ইউনূস সেনাপ্রধান জামানকে দুর্বল করার জন্য তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করছেন। ইউনূস একাধিক উচ্চ আধিকারিককে গৃহবন্দি করেছেন এবং তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এত কিছুর মাঝে, মোহাম্মদ ইউনূস খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। এটি স্পষ্টতই সেনাপ্রধান ওয়াকার জামানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। আমি বলতে পারি যে জামানকে অদূর ভবিষ্যতে বরখাস্ত করা হবে। ইউনূসের উদ্দেশ্য হল জামানকে গ্রেফতার করা, জেলে পাঠানো এবং বিচার করে ফাঁসি দেওয়া। এর পেছনে বিরাট ষড়যন্ত্র চলছে।”

শোয়েব চৌধুরী আরও জানান যে, বাঙালিরা কখনোই পাকিস্তানিদের পছন্দ করে না। বাঙালিরা পাকিস্তানি সেনাবাহিনী এবং সরকারকে তাদের শত্রু মনে করে। তিনি বলেন, “ইউনূস বাঙালি নন। তাই তিনি পাকিস্তানের কোলে বসে আছেন। ইউনূসের বোঝা উচিত যে, যদি কোনও বহিরাগত শক্তির নির্দেশে তিনি বাংলাদেশ সেনাবাহিনী এবং জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার চেষ্টা করেন, তাহলে তার পরিণতি খুবই খারাপ হবে।”
আরও পড়ুন: মুর্শিদাবাদের হিংসাত্মক ঘটনায় যোগ রয়েছে বাংলাদেশের কট্টরপন্থীদের? সামনে এল চাঞ্চল্যকর তথ্য
অন্যান্য দেশ হস্তক্ষেপ করছে: চৌধুরী জানান, “ইউনূসকে ক্ষমতায় আনার পেছনে পাকিস্তান এবং আমেরিকার হাত রয়েছে। এই বহিরাগত শক্তির লক্ষ্য হল বাংলাদেশকে অস্থিতিশীল করা। এই পুরো ষড়যন্ত্রটি বাংলাদেশকে (Bangladesh) লুট করার জন্য রচিত হচ্ছে। শেখ হাসিনার দল বর্তমানে আন্ডারগ্রাউন্ডে থাকায় এই কাজটি আরও সহজ হয়ে গেছে। তা সত্বেও, ইউনূসের মনে এখনও একটা ভয় আছে যে শেখ হাসিনা ফিরে এলে জনতা তাঁকে স্বাগত জানাতে রাস্তায় নেমে আসবে।”
আরও পড়ুন: রাহুল-সোনিয়া পেলেন বিরাট ঝটকা! ৭০০ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি
চৌধুরী বলেন, “শেখ হাসিনা সর্বদা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন এবং এর ফলে তিনি উপকৃতও হয়েছেন। বাংলাদেশের (Bangladesh) অগ্রগতির গতিও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, পাকিস্তানের সাথে হাত মেলানো নেতারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন।আজকের সরকারও একই কাজ করছে। কিন্তু, ভারতীয়দের সাথে সাধারণ বাঙালির বন্ধুত্ব কখনও ভাঙতে পারবে না।”





Made in India