বাংলাহান্ট ডেস্কঃ ‘বাবুলের দল ছাড়ায়, বিজেপির খুব একটা ক্ষতি হবে না’- এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। সঙ্গে জানালেন, ‘খুব একটা জনপ্রিয় নেতাও ছিলেন না বাবুল সুপ্রিয় (Babul Supriyo), ছিলেন না কোন রাজনৈতিক সংগঠকও’।
শনিবার গেরুয়া শিবিরকে বড় ঝটকা দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর এই দলবদলের জেরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় মন্ত্রীত্ব হারানোর পর রাজনৈতিক মহলে বাবুলকে নিয়ে জল্পনার শেষ ছিল না। তাঁর দীর্ঘ ফেসবুক পোস্ট নিয়ে নানা জলঘোলা হয়েছিল রাজনীতির অন্দরে। তবে সমস্ত জল্পনা কল্পনা শেষ করে, অবশেষে শনিবার তৃণমূলে নাম লেখান বাবুল সুপ্রিয়।

বাবুল সুপ্রিয় এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মধ্যেকার দ্বন্ধ রাজনৈতিক মহলে কারোরই অজানা নয়। কিন্তু বাবুল দল ছাড়ার পর যেন ‘নির্বাক দর্শক’র ভূমিকায় দেখা গেল দিলীপ ঘোষকে। দিল্লীর কোটে বল ঠেলে দিয়ে তিনি বলেন, ‘যা বলার দিল্লী বলবে’।
তবে দলীয় এক নেতৃত্বের এমন আচরণে চুপ থাকলেন না নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘যদিও বাবুল আমার ভালো বন্ধু, তবুও দল ছাড়ার আগে বিজেপিকে জানানো উচিৎ ছিল বাবুল সুপ্রিয়র। তবে বাবুলের দল ছাড়ায়, বিজেপির খুব একটা ক্ষতি হবে না। খুব একটা জনপ্রিয় নেতাও ছিলেন না বাবুল সুপ্রিয়, ছিলেন না কোন রাজনৈতিক সংগঠকও’।
প্রসঙ্গত, শনিবারই ঠিক করা হয় আগামী ২০ শে সেপ্টেম্বর আসানসোলে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। সোমবার বেলা তিনটের সময় আসানসোল জেলা কার্যালয়ে, বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার পক্ষ আয়োজিত এই সভায় উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।





Made in India