বাংলাহান্ট ডেস্কঃ ‘ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা আমার সাংবিধানিক অধিকার’, বর্তমান সময়ে আমেরিকার (america) এক শিক্ষিকার এমন মন্তব্যে তোলপাড় স্যোশাল মিডিয়া। অভিযুক্ত মহিলা শিক্ষিকার নাম কেরি কাব্রি উইট।
ঘটনাটি আমেরিকার অল্বামা থেকে সামনে এসেছে। ডাকাটুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস, মনোবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন বছর ৪৭ -এর কেরি কাব্রি উইট। সূত্রের খবর, ২০১৬ সালে তাঁর দুই ছাত্রের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে। সেইসময় ছাত্রদের বয়স ১৬ বছরের বেশি ছিল।
কেরি কাব্রি উইট নিজের এই কার্যকলাপের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘সেই সময় ছাত্রদের বয়স ছিল ১৭ এবং ১৮ বছর। অর্থাৎ তাঁরা ১৬ বছর বয়স পার করে গেছিল, যা অল্বামার আইন সিদ্ধ। আমি তাঁদের সম্মতিতেই তাঁদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলাম। শিক্ষার্থীর সাথে সম্পর্ক স্থাপন করা আমার সাংবিধানিক অধিকারের মধ্যেই পড়ে’।
কিন্তু আদালতের পক্ষ থেকে অভিযুক্ত মহিলা শিক্ষিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। ২০১০ সালে অল্বামার আইন অনুসারে, ১৯ বছর বয়সের থেকে কম কোন ছাত্র বা কর্মচারীর সাথে সম্পর্ক স্থাপন করা অবৈধ। আর এই আইনের উপর ভিত্তি করেই ছাত্রদের যৌন নির্যাতনের মামালার উপর ভিত্তি করেই বৃহস্পতিবার ওই শিক্ষিকাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।





Made in India