বাংলা হান্ট ডেস্কঃ আমাদের দেশে মহিলাদের উপর নানারকম অত্যাচারের কথা হামেশাই শোনা যায়। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক মহিলা দ্বারা পুরুষকে ধুনিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। এই ভিডিওতে যেই মহিলাকে দেখা যাচ্ছে, তিনি ওই মার খাওয়া পুরুষের স্ত্রী। ভিডিওটি কোথাকার আর কবেকার, সেটা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি যদিও এই ভিডিও শেয়ার করা ব্যাক্তি জানিয়েছেন যে, মহিলাটি তাঁর মাতাল স্বামীকে ধরে ধুনাচ্ছে।
এই ভিডিও ট্যুইটারে দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। এই ভিডিও যারা যারা দেখছেন, তাঁরা তাঁরা নিজেদের মতন মজার মজার কমেন্ট করছেন। অনেকেই পরামর্শ দিয়ে বলছে, এবার স্বামীর মদ খাওয়া ছেড়ে দেওয়া উচিত। আবার অনেকেই ভিডিওতে কমেন্ট করে বলছে, আমারও যদি এরকম একটা স্ত্রী থাকত। দেখুন সেই ভিডিও …
https://twitter.com/Ayravata/status/1305046575899578368





Made in India