বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২২ থেকে ছিটকে গেছে। রাউন্ড রবিন ফরম্যাটের শেষ লিগের ম্যাচে ভারতকে তিন উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দলের পরাজয়ে ভারতীয় ক্রিকেটভক্তরা চূড়ান্ত হতাশ হলেও যে একটি দলকে খুব খুশি মনে হয়েছিল তা হল ওয়েস্ট ইন্ডিজ।
ভারতীয় দল হেরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের এই তিনটি দল ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল। যোগ্যতা অর্জনের জন্য ভারতের শেষ গ্রূপ পর্বের ম্যাচে একটি জয় জরুরি ছিল, কিন্তু তা সম্ভব হয়নি।
এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ছিল সাত এবং ভারতের পয়েন্ট ছিল ছয়। ক্যারিবিয়ান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে, যার কারণে তারা একটি পয়েন্ট পেয়েছে। যদি সেই ম্যাচটি হত এবং ওয়েস্ট ইন্ডিজ দল হেরে যেত, ভারত হেরে গিয়েও সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করত, কিন্তু তা হয়নি। এই পরাজয়ের পর মাত্র ছয় পয়েন্টই রইলো ভারতের।
To the semi-finals WI go!!!!! #CWC22 #TeamWestIndies pic.twitter.com/OHRr7vPpcT
— Windies Cricket (@windiescricket) March 27, 2022
ভারতীয় দলের পরাজয়ের পরে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একটি ভিডিও শেয়ার করেছে, যাতে তারা তাদের খুশিতে নাচতে দেখা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের খুব খুশি দেখাচ্ছিল। ৩০ মার্চ অনুষ্ঠিত হতে প্রথম সেমিফাইনালে ক্যারিবিয়ান দল এখন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। একই সঙ্গে ৩১ মার্চ ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দল। ফাইনাল খেলা হবে ৩ এপ্রিল।





Made in India