বাংলাহান্ট ডেস্কঃ ঋদ্ধিমান সাহা শেষবার ব্যাট হাতে বাইশগজে নেমেছিলেন বাংলার হয়ে রঞ্জি ম্যাচে। তারপর দীর্ঘ দিন করোনা ভাইরাস এর জেরে লকডাউন চলছিল সারা বিশ্বজুড়ে। আর তাই এই কয়েক মাস নিজের ব্যাট এবং গ্লাভস তুলে রেখেছিলেন ঋদ্ধিমান সাহা।
করোনা পরিস্থিতির কারণে কলকাতায় দীর্ঘ পাঁচ মাস ধরে কড়া লকডাউন চলছিল। আর তাই মাঠে নেমে কোন প্রকার প্র্যাকটিস করতে পারেননি ভারতীয় টেস্ট দলের নির্ভরযোগ্য উইকেট- রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। নিজের সাউথ সিটির ফ্ল্যাটে কোন রকমে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং করে যান ঋদ্ধিমান সাহা।

ঋদ্ধিমান সাহাকে দেখা গিয়েছে নিজের ফ্ল্যাটের মধ্যেই কখনো বল দেওয়ালে ছুড়ে ক্যাচ ধরছেন আবার কখনো সুটকেস নিয়ে নিজের ফ্লাটেই ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন। তবে করোনা পরিস্থিতির মধ্যেও যে এই বছর আইপিএল অনুষ্ঠিত হচ্ছে এতে খুবই খুশি ঋদ্ধিমান সাহা। আর তাই আইপিএল খেলার জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের প্রস্তুতি শিবিরে যোগ দিতে বুধবার দুপুরেই মুম্বাই উড়ে গেলেন বাংলার এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।





Made in India