বাংলাহান্ট ডেস্ক: প্রতীক্ষার অবসান হতে আর খুব বেশিদিন দেরি নেই। আগামী মাসেই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন নুসরত জাহান (nusrat jahan)। কিছুদিন আগে পর্যন্ত টুকটাক কাজ করলেও এই সময়টা পুরোপুরি বিশ্রামে রয়েছেন অভিনেত্রী। পুরনো কিছু ফটোশুটের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়া বাড়িতে বাগানের পরিচর্যায় এবং পোষ্যকে নিয়ে সময় কেটে যাচ্ছে তাঁর।
তবে এই পোষ্য সারমেয়টি কিন্তু নুসরতের নয়, বরং যশ দাশগুপ্তের (yash dasgupta)। তবে ঘন ঘন ছবি, ভিডিও শেয়ার করতে দেখে বোঝা যাচ্ছে এ এখন নুসরতেরও প্রিয় পোষ্য হয়ে উঠেছে। সেই সঙ্গে আরো একটি বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই নুসরত এবং যশ একসঙ্গেই রয়েছেন। হ্যাঁ, নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার এবং নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় দুজনকে নিয়ে ট্রোলের শেষ নেই। কিন্তু সেসবে পাত্তা দেওয়ার মানুষ নন তাঁরা।

নুসরত যশ যে একসঙ্গে থাকছেন তা কিন্তু এখনো স্বীকার করেননি কেউই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন সব প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা দুজনের একসঙ্গে থাকাকেই মান্যতা দেয়। যেমন সম্প্রতি ফ্রেন্ডশিপ ডে তে যশের পোষ্যর সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন নুসরত। যেখানে বসে তিনি ছবিটি তুলেছিলেন কয়েক সপ্তাহ আগে ঠিক সেই স্থানেই বসে ওই পোষ্যেরই সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন যশ। সে ছবি রয়েছে তাঁর ইনস্টা হ্যান্ডেলে।
https://www.instagram.com/p/CSBilD8HLlp/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CQp9M_sBRzO/?utm_medium=copy_link
শুধু তাই নয়, যশ নুসরত একসঙ্গে তাঁদের আদরের পোষ্যকে পরিচর্যার জন্য নিয়ে গিয়েছিলেন ‘গ্রুমিং সালোঁ’তে। সে ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নাহ, নুসরত বা যশ কেউই সে ছবি পোস্ট করেননি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কিন্তু তাতে কি আর কিছু চাপা থাকে? ওই সালোঁর তরফেই পোষ্যর স্নানের ছবি পোস্ট করে ট্যাগ করা হয়েছিল যশ ও নুসরতকে। নুসরত যে ওই সালোঁতে গিয়েছিলেন তাঁর প্রমাণও রয়েছে তাঁর নিজের ইনস্টা হ্যান্ডেলে।

নিখিল আগেই জানিয়েছিলেন সেপ্টেম্বরে সন্তানের জন্ম দিতে চলেছেন নুসরত। তাঁর কথা মানলে হাতে আর খুব বেশি সময় নেই। এই সময়টা অত্যন্ত সাবধানে ও যত্নের মধ্যে থাকতে হবে অভিনেত্রীকে। অথচ নিখিল-যশ বিতর্কের মাঝে পড়ে টলিউডের অনেকের সঙ্গেই দূরত্ব তৈরি হয়েছে নুসরতের। বোনুয়া মিমির থেকেও আলাদা হয়ে গিয়েছেন তিনি। এই সময়টাতেই নুসরতের হাত ধরেছেন যশ। তবে অভিনেত্রীর সন্তানের দায়িত্ব তিনি নেবেন কিনা সে উত্তরের অপেক্ষাতেই রয়েছে নেটিজেনরা।





Made in India