বাংলাহান্ট ডেস্কঃ জন্মাষ্টমীর শুভ তিথিতে এক বড় ঘোষণা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)৷ জন্মাষ্টমী উপলক্ষে লখনউতে কৃষ্ণ মহোৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ঘোষণা করলেন, মথুরায় নিষিদ্ধ হল মদ মাংসের বিক্রি। পাশাপাশি এই সকল ব্যবসায়ীদের দুধ বিক্রির পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরায় এবার থেকে আর মদ মাংস বিক্রি করা যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এর পরিবর্তে ব্যবসায়ীদের দুধ বিক্রির পরামর্শও দিলেন তিনি। দুধ উৎপাদনের জন্য বিখ্যাত হল মথুরা। আর এইভাবে মথুরার হারানো গৌরব ফিরে আসবে বলেও মনে করেন তিনি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই কাজের জন্য ভারপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা যায়। পাশাপাশি এই সকল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিকল্প পেশা বেছে নেওয়ার কথাও বলা হচ্ছে’।
সেই সঙ্গে এদিন অনুষ্ঠানে দাড়িয়ে ভাইরাস দূরীকরণে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও শোনা যায় যোগীর গলায়। পাশাপাশি তিনি আরও বলেন, ‘আধুনিক প্রযুক্তির সঙ্গে সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে এই অঞ্চলের উন্নয়নের কাজ করা হবে। এই বৃজ ভূমির উন্নয়নে আমরা সবরকম ভাবে চেষ্টা চালিয়ে যাব। অর্থ থেকে চেষ্টা, কোনকিছুরই ত্রুটি হতে দেব না’।





Made in India