বাংলাহান্ট ডেস্কঃ প্রাণনাশের হুমকি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath)। ফোন করে এমনকি ইমেল মারফত তাঁকে খুনের খুমকি দেওয়া হল। ঘটনায় চাঞ্চল্য ছড়তেই বাড়ানো হল যোগী আদিত্যনাথের নিরাপত্তা। অভিযুক্তকে খুঁজে বের করতে কোমর বেঁধে লেগে পড়েছে স্থানীয় পুলিশবাহিনী।
একবার নয়, এই নিয়ে ২ বার মুখ্যমন্ত্রী যোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হল। জানা গিয়েছে, গত ২৯ শে এপ্রিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের থ্রেট কল ও মেসেজ আসে হেল্পলাইন নম্বর ১১২ তে। বলা হয়, ‘আর মাত্র ৪ দিন সময় আছে মুখ্যমন্ত্রীর হাতে। এই ৪ দিনে যা করার করে নিন তিনি। মাত্র ৫ দিন পরেই মেরে ফেলা হবে যোগী আদিত্যনাথকে’। ফোন এবং মেসেজের পাশাপাশি ‘ylalwani12345@gmail.com’ id থেকেও খুনের হুমকি আসে।

এর আগেও গত মাসে সিআরপিএফ-কে চিঠি পাঠানো হয়েছিল আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে অমিত শাহ, যোগী আদিত্যনাথকে মেরে ফেলা হবে। তবে সেই ঘটনার পর তোলপাড় করেও অভিযুক্তকে খুঁজে পাওয়া যায়নি। তবে এবারের ঘটনা একেবারেই হালকা ভাবে নেয়নি প্রশাসন। অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতার করার জন্য একটি আলাদা দল গঠন করা হয়েছে৷





Made in India