বাংলাহান্ট ডেস্ক : ভারতবাসীদের কাছে রেলের (Indian Railways) গুরুত্ব অপরিসীম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন রেলকে। সস্তায় দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য রেলের কোনও বিকল্প নেই। ভারতীয় রেল গোটা দেশ জুড়ে প্রতিদিন প্রায় ১২ হাজার ট্রেন চালায়।
ভারতের প্রায় আট হাজার স্টেশন থেকে এই ট্রেনগুলি বিভিন্ন রুটে যাতায়াত করে। সুবিশাল ইতিহাস রয়েছে ভারতীয় রেলের। ভারতীয় রেল সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা অনেকেই জানেন না। যেমন বিভিন্ন রুটের ট্রেন ধরার জন্য বিভিন্ন স্টেশনে যেতে হয় আমাদের। নির্দিষ্ট স্টেশন থেকেই নির্দিষ্ট রুটের ট্রেন ছাড়ে।
আরোও পড়ুন : পদ্মা সেতুর উপর ট্রেন চালিয়ে নজির গড়ল বাংলাদেশ! ট্র্যাকে নেমেই কত সময় লাগল, দেখুন
কিন্তু জানেন আমাদের দেশে একটি এমন স্টেশন রয়েছে যেখান থেকে ভারতের সব প্রান্তে যাওয়ার ট্রেন পাওয়া যায়? আমরা যে রেল স্টেশনের কথা বলছি সেটি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এই রেল স্টেশনের মজার ব্যাপারটি অনেকেই জানেন না। মজার ব্যাপার হল কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতের সব জায়গার ট্রেন পাওয়া যায় এই স্টেশন থেকে।
আরোও পড়ুন : দুর্দান্ত প্রকল্প আনছে রাজ্য সরকার! কেউ পাবেন ২ লাখ আবার কারোর জন্য ১ লাখ, জানুন বিস্তারিত
রাজধানী দিল্লি থেকেও আপনি যদি সব জায়গার ট্রেন না পান, এই স্টেশন থেকে অবশ্যই পাবেন। আপনাদের জানিয়ে রাখি আমরা কথা বলছি উত্তরপ্রদেশের মথুরা জংশন (Mathura Junction) সম্পর্কে। এই স্টেশন থেকে আপনি দেশের যেকোনো বড় শহরে যাওয়ার ট্রেন পাবেন। ব্রিটিশ আমলে এই স্টেশনের উদ্বোধন হয় ১৮৫৭ সালে।

মোট দশটি প্লাটফর্ম রয়েছে মথুরা জংশনে। রেলের একটি তথ্য বলছে, প্রতিদিন এই স্টেশন থেকে ১৯৭ টি ট্রেন ছাড়ে। গরিব রথ, জনশতাব্দী, রাজধানী, শতাব্দী, ৫৭ টি মেইল এক্সপ্রেস, মেমু ডেমু, ১১৪ টি সুপারফাস্ট ট্রেন, ৬টি যোগাযোগ ক্রান্তি ট্রেনের মতো ট্রেনও ছাড়ে উত্তরপ্রদেশের জনপ্রিয় এই স্টেশন থেকে।





Made in India