বাংলাহান্ট ডেস্কঃ ১৪ দিন থেকে ৩৬৫ দিন, রিলায়েন্স জিওতে (Jio) রয়েছে নানা ধরনের গ্রাহকদের জন্য নানা ধরনের অফার। প্রয়োজনে আপনি কম অর্থ দিয়েও রিচার্জ করতে পারবেন, আবার চাইলে সারাবছরেরটা একবারেই রিচার্জ করে রাখতে পারবেন।
জেনে নিন Jio-র কিছু অফার-
১২৯ টাকাঃ ১২৯ টাকার এই প্ল্যানে গ্রাহক পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধার সঙ্গে ৩০০ sms-র সুবিধা। সঙ্গে থাকছে 2 GB ডেটা এবং জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। এই প্ল্যানের বৈধতা থাকছে ২৮ দিন।

১৯৯ টাকাঃ ১৯৯ টাকার প্ল্যানে গ্রাহক পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধার সঙ্গে প্রতিদিন ১০০ sms-র সুবিধা। সঙ্গে থাকছে প্রতিদিন ১.৫ GB ডেটা এবং জিও টিভি এবং জিও সিনেমা সহ সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। এই প্ল্যানের বৈধতা থাকছে ২৮ দিন।
২৪৯ টাকাঃ ২৪৯ টাকার প্ল্যানে গ্রাহক পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধার সঙ্গে প্রতিদিন ১০০ sms-র সুবিধা। সঙ্গে থাকছে প্রতিদিন ২ GB ডেটা এবং জিও টিভি এবং জিও সিনেমা সহ সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। এই প্ল্যানের বৈধতা থাকছে ২৮ দিন।
৩৪৯ টাকাঃ ৩৪৯ টাকার প্ল্যানে গ্রাহক পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধার সঙ্গে প্রতিদিন ১০০ sms-র সুবিধা। সঙ্গে থাকছে প্রতিদিন ৩ GB ডেটা এবং জিও টিভি এবং জিও সিনেমা সহ সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। এই প্ল্যানের বৈধতা থাকছে ২৮ দিন।
৪৯৯ টাকাঃ ৪৯৯ টাকার প্ল্যানে গ্রাহক পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধার সঙ্গে প্রতিদিন ১০০ sms-র সুবিধা। সঙ্গে থাকছে প্রতিদিন ৩ GB ডেটা এবং জিও টিভি, জিও সিনেমা এবং Disney+ Hotstar-র ফ্রি সাবস্ক্রিপশন। সঙ্গে থাকছে অতিরিক্ত ৬ GB ডেটাও অর্থাৎ মোট ৯০ GB ডেটা। এই প্ল্যানের বৈধতা থাকছে ২৮ দিন।





Made in India