বাংলাহান্ট ডেস্ক : রবিবার অর্থাৎ ২ রা এপ্রিল ছিল বলিউড (Bollywood) সুপারস্টার অজয় দেবগনের (Ajay Devgn) জন্মদিন। ৫৪ পেরিয়ে ৫৫-র ঘরে পা রাখলেন অভিনেতা। এখনও অভিনয় জগতে একের পর এক ধামাকা দিয়ে চলেছেন তিনি। তবে জানেন কি এই অভিনেতার সম্পত্তির পরিমান ঠিক কত? জানলে আপনার মাথা ঘুরে যেতে বাধ্য।
সালটা ১৯৯১। ‘ফুল ওর কাঁটে’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন এই বলিউড সুপারস্টার। পার করে ফেলেছেন ৩২ টা বছর। একাধিক সিনেমায় অভিনয় করে তিনি জিতে নিয়েছেন দর্শকদের মন। কখন ধরা দিয়েছেন রাফ এন্ড টাফ চরিত্রে। তো কখনও আবার হয়েছেন কমেডিয়ান। একের পর এক হিট ছবি সিনেপ্রেমীদের উপহার দিয়ে তিনি হয়ে উঠেছেন মহাতারকা।

আর এই গোটা সময়ে তিনি রোজগার করেছেন কয়েক কোটি টাকা। কারনলেজ ডট কমের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে অভিনেতার সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৪২৭ কোটি টাকা। একটি ছবির জন্য তিনি পারিশ্রমিক নেন ২৫ কোটি টাকা।

তবে কেবলমাত্র অভিনয় নয়। বিজ্ঞাপন থেকেও কোটি কোটি টাকা আয় করেন তিনি। বিজ্ঞাপন থেকে প্রায় পাঁচ কোটি টাকারও বেশি যায় করেন অভিনেতা অজয় দেবগন। এছাড়াও একাধিক খাতে বিনিয়োগ করেছেন অভিনেতা। যেখান থেকে মাসে তিনি পান ১২০ কোটি টাকা।

মায়ানগরীতে রয়েছে তাঁর দুটি বিলাস বহুল ফ্ল্যাট। মালগাড়ি রোডে রয়েছে ডিজাইনার লাক্সারি হাউজ। এছাড়াও টোয়োটা সেলিকা, বিএমডব্লিউ, মাসারেটি কোয়াট্রোপোর্টে এবং একটি ফেরারি গাড়ি আছে অভিনেতার।

তবে তিনি যে কেবলমাত্র আয় করেন এমনটাই নয়। বিলাসবহুল কায়দায় থাকতে ভালোবাসেন তিনি। জানা যায়, অভিনেতার আয়ের একটা বড় অংশই নাকি যায় চ্যারিটির খাতে। সবচেয়ে বেশি করদাতাদের তালিকাতেও রয়েছে তাঁর নাম। একটি তথ্য অনুযায়ী জানা যায়, প্রায় ৬ কোটি টাকা ইনকাম ট্যাক্স দেন অজয় দেবগন।





Made in India