বাংলা হান্ট ডেস্ক : তিনি সত্যিই জাদুকর। তিনি জানেন নির্বাচনের ময়দানে কিভাবে মুহুর্তের মধ্যে ম্যাচ জিততে হয়। জাতীয় রাজনীতিতে যতই বিরোধীদের তাঁকে সমালোচনায় বিদ্ধ করুক, মোদি (Narendra Modi) ম্যাজিকের মহিমা রয়েছে আগেরই মতো। তাঁর হাত ধরেই বদলাবে দেশ। মিলবে সাফল্য। এমন বিশ্বাসই রাখেন কর্ণাটকের (Karnataka) এক কৃষক। আর সেই কারণেই ভালোবেসে প্রধানমন্ত্রীর ছবিতে চুমুও খান তিনি। সেই কৃষকের ভিডিও এখন মারাত্মক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
কর্ণাটকের বিধানসভা (Karnataka Polls 2023) নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ভোট গ্রহণ আগামী ১০ মে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষা বলছে, দক্ষিণের এই রাজ্য এবার হাতছাড়া হতে পারে বিজেপির। সেরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস।

তারই মাঝে কর্ণাটকে ধরা পড়ল এক অদ্ভুত দৃশ্য। নির্বাচনী প্রচারের জন্য তৈরি হওয়া একটি বাসের গায়ে বড় করে মোদির (PM Modi) ছবি দেওয়া ব্যানার লাগানো। আর সেই ছবি দেখেই আবেগতাড়িত হয়ে পড়েন এক বৃদ্ধ কৃষক।
নেটদুনিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, মোদির ওই ছবিতে চুমু খাচ্ছেন তিনি।
শুধু তাই নয়, আবেগাপ্লুত ওই কৃষক মোদির ছবির সঙ্গে স্থানীয় ভাষায় কথাও বলতে থাকেন। বলেন, ‘আগে এক হাজার টাকা করে পেতাম, এখন আরও ৫০০ টাকা বেশি পাই। তুমি আমাদের বাড়িকে সবুজে ভরে দিতে চেয়েছ। তুমি বলেছ, আমাদের স্বাস্থ্য খাতে ৫ লক্ষ টাকা দেবে। আমি তোমার চরণ স্পর্শ করি। তুমি একদিন গোটা বিশ্ব জয় করবে।’
ಬಸ್ ಮೇಲಿನ ಮೋದಿ ಫೋಟೋಗೆ ಮುತ್ತಿಟ್ಟ ರೈತ ಹೇಳಿದ್ದೇನು ಗೊತ್ತಾ? #Karnataka #Farmer #NarendraModi
https://t.co/W3lM3Nxz1X— vijaykarnataka (@Vijaykarnataka) March 29, 2023
দেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃষকের এহেন ভালবাসা ও শ্রদ্ধ নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেরই দাবি, যতই সমীক্ষা বলুক, এবার কর্ণাটকে পদ্মশিবির চাপে, এই কৃষকের মতোই বহু মানুষ আজও মোদি ম্যাজিকেই বিশ্বাসী।





Made in India