বাংলা হান্ট ডেস্ক : দেখা হল না ঐতিহাসিক সূর্যগ্রহণ। বাধ সেধেছে মেঘ। তাই তো হতাশ হয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী। এমনকি তাঁকে লিখতে দেখা গেছে, “দেশবাসীর সঙ্গে আমিও গ্রহণ দেখতে অধীর অপেক্ষায় ছিলাম। দুর্ভাগ্যবশত মেঘে ঢাকা থাকায় সূর্যগ্রহণ দেখা সম্ভব হয়নি।” তাই তো সোলার চশমা পড়ে দীর্ঘক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে থেকেও লাভ হয়নি। যদিও মোদীর এই বিষয় নিয়ে অনেকেই মিম করেছেন।
কিন্তু সেই সব মিমের রসবোধ জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার মোদীর গগলস হাতে শরীরচর্চার পোশাক পড়ে দাঁড়িয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই এক যুবক সেটি নিয়ে মিম করার ইচ্ছা প্রকাশ করে ফেললেন। যদিও মোদী তাঁকে পারমিশন দিলেন। হ্যাঁ অবাক লাগলেও বিষয়টি এক্কেরে সত্য়ি যে। আরে বাবা গপ্পোটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তাঁর হতাশার কথা জানিয়ে ট্যুইট করেছেন ঠিক তখনই এক ব্যক্তি লিখেছেন এটা নিয়ে এবার মিম হবে।
তখন মোদী জি উত্তরে লিখেছেন অবশ্যই মজা করো। উল্লেখ্য, এদিন সকালে সোলার চশমা চোখে দিয়ে বেশ খানিক্ষণ তিনি সূর্যগ্রহণ দেখার জন্য অপেক্ষা করেছিলেন তিনি। কিন্তু শেষ অবধি তা আর হয়ে ওঠেনি। তবে মোদীর ট্যুইট ঘিরে বেশ মিম হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও মিম-এর সঠিক জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮.২৭ থেকে ১১.৩২ মিনিট অবধি গ্রহণ চলেছে।
Most welcome….enjoy 🙂 https://t.co/uSFlDp0Ogm
— Narendra Modi (@narendramodi) December 26, 2019
আর এত গুরুত্বপূর্ণ হলেও কিন্তু সেই গ্রহণ দেশের সব প্রান্ত থেকে পরিষ্কার ভাবে দেখা যানি। কিন্তু যাঁরা ইতিমধ্যেই দেখেছেন সেই ছবি বা দৃশ্য সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অনেক সংবাদমাধ্যমও সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।





Made in India