বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে প্রেমের ফাঁদ পাতা ভুবনে। প্রেম রসে কে যে কখন কার প্রেমের ফাঁদে ধরা দেবে কেউ বলতে পারে না। সম্প্রতি এমনি একটি ঘটনা ঘটল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের রাণীনগরের এক যুবকের প্রেমে পড়ে সুদূর আমেরিকা থেকে ভারতে এলেন এক তরুণী।
মুর্শিদাবাদের যুবক মুসাফির হুসেন ভিডিও তৈরি করতে সোশ্যাল মিডিয়ার জন্য। সেই ভিডিও দেখে মুসাফিরের প্রেমে পড়েন ওই যুবতী। এরপর অনলাইন মাধ্যমে আলাপ পরিচয় ঘটে তাদের। তিন বছরের এই সম্পর্কের পর আজ আমেরিকা থেকে মুর্শিদাবাদে এলেন ফারহানা।
জানা গেছে, ফারহানা আখতার নামের এক আমেরিকাবাসী যুবতীর সাথে মুর্শিদাবাদের রাণীনগর এলাকার মুসাফির হুসেন নামের এক যুবকের গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রথমদিকে ফারহানার পরিবার আপত্তি জানায় এই সম্পর্কে। এরপর ধীরে ধীরে দুই পরিবারের আলাপচারিতার মাধ্যমে সম্পর্ক অগ্রগতি পায়। এত বছর সম্পর্কের পর ফারহানা তার মনের মানুষের বাড়ি আসতে পারে খুবই খুশি।
নিজেদের প্রেমের সম্পর্কে বলতে গিয়ে মুসাফির বলেন, “ফারহানা আমাকে খুব বিশ্বাস করে নিজের দেশ ছেড়ে ভারতে এসেছে। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব তার বিশ্বাসের মর্যাদা রাখার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ থেকে প্রায় তিন বছর আগে আমাদের পরিচয় ঘটে। আমরা এখন চাইছি নিজেদের ধর্মীয় বিশ্বাস বিয়ে করতে। পরবর্তীকালে আইন মাফিক কিভাবে আমাদের সম্পর্ককে রুপ প্রদান করা যায় সেই বিষয়ে ভাবনা চিন্তা করছি।” অন্যদিকে, ফারহানা জানিয়েছেন, “এই সিদ্ধান্তটা আমি হঠাৎ করে নিইনি।





Made in India