বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে সমাজমাধ্যমের হাত ধরে নিত্যদিন এমন সব ভিডিও ভাইরাল (Viral) হয় যা দেখে নেটাগরিকরা বেশ মজা পান। আর এবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আঁতকে উঠেছে সকলে। কফিনের মধ্যে রয়েছে এক “মৃত মানুষ”। কিন্তু দেখা যাচ্ছে কফিনের মধ্যে চোখ খুলে তাকাচ্ছেন, আবার বন্ধ করে নিচ্ছেন। কফিন খুলতেই হঠাতই বসে পড়লেন তরুণী। আর ভিডিও ভাইরাল হতেই নেট দুনিয়ায় আতঙ্ক ছড়িয়েছে রীতিমতো। ঠিক কি ঘটেছে চলুন জেনে নিই আজকের প্রতিবেদনে।
ভাইরাল (Viral) ভিডিওতে দেখা যাচ্ছে মৃত তরুণী জেগে উঠেছে:
মূলত ড্রামা অ্যালার্ট নামক পেজ থেকে দুটি ভিডিও ভাইরাল হয়। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে সাদা কফিনের ভেতর এক তরুণী মৃতপ্রায় অবস্থায় শুয়ে রয়েছেন। সব থেকে আশ্চর্যের বিষয় ভাইরাল (Viral) ভিডিওতে দেখা যাচ্ছে তিনি চোখ খুলে শুয়ে রয়েছেন। যখন তার কফিনের কাছে লোকেরা এসে পৌঁছায় তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। এমন অদ্ভুতুড়ে কান্ড দেখে নেট সমাজের একাংশ ভয় পেয়ে যান। এরপর আরো একটি ভিডিও ভাইরাল হয়। যে ভাইরাল ভিডিওটি আরো ভয়ঙ্কর।
A video of a woman seemingly coming back from the dead is going viral.
But here is the truth. pic.twitter.com/L860jTS5S0
— DramaAlert (@DramaAlert) December 8, 2024
কফিন থেকে উঠে বসলেন তরুণী: ভাইরাল (Viral) হওয়া দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে, কফিনে শুয়ে আছেন ওই তরুণী। আর এক তরুণী কাঁদতে কাঁদতে তার পাশে এসে বসে পড়েন। কিন্তু হঠাৎই কফিন থেকে উঠে বসে পড়লেন মৃতা। উঠে বসে কিছু একটা বলে সেকেন্ডের মধ্যে আবারো বুকের কাছে হাত জড়ো করে শুয়ে পড়েন। তার পাশে বসে থাকা ওই মহিলাটিও ভয় দূরে সরে চলে যান। আর ঠিক এই কাণ্ডই সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে।
আরও পড়ুনঃ ফাইনাল ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ! বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও বিতর্কের সম্মুখীন গুকেশ, উঠল তদন্তের দাবি
তবে ভাইরাল এই পোস্ট দেখে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ ভিডিও পোস্ট করার সময় জানিয়ে দেওয়া হয়েছে, এটি নাটকের একটি অংশ। এবং ওই তরুণীর মৃত্যু হয়নি তিনি সুস্থ আছেন এবং তার শ্বাসযন্ত্রও স্বাভাবিকভাবে কাজ করছে। নাটকের অংশ হলেও এমন ভিডিও প্রকাশ করায় নেট ব্যবহারকারীরা রেগে লাল। তবে ভিডিওটি পোস্ট হওয়ার পর বেশ ভাইরাল (Viral) হয়েছে বলেও জানা যায়।
আরও পড়ুনঃ মাত্র ১৬ হতেই AIIMS ক্র্যাক, ২২ বছরেই IAS! তবুও চাকরি ছেড়ে অন্য পথেই এই ছেলের আয় ৮৮ লাখ
ইতিমধ্যেই একটি ভিডিওতে প্রায় ৬ লাখের উপরে ভিউস এসেছে। আরেকটি ভিডিও ৬ মিলিয়ন ভিউজ পার করে ফেলেছে। সেই সাথে এই ভিডিওতে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ মন্তব্য করেছেন “এটি খুবই খারাপ অভিনয়”। আবার কেউ বলেছেন, “অর্থের জন্য সকলে কি না করতে পারেন” এমনই সব মন্তব্য ভেসে এসেছে ভাইরাল (Viral) ভিডিও থেকে। অর্থাৎ ঘটনাটি যে মানুষের মনে খুব খারাপ ভাবে প্রভাব ফেলেছে তা বোঝাই যাচ্ছে।





Made in India